ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
শীত মানেই বিয়ের মরসুম। আর বিয়ের মতো শুভ অনুষ্ঠানে রয়েছে উপহার দেওয়ার রেওয়াজ। এ ছাড়া অন্যান্য শুভ অনুষ্ঠানেও আত্মীয়স্বজনেরা স্নেহের নিদর্শন হিসাবে উপহার দিয়ে থাকেন। আর উপহার পেতে কার না ভাল লাগে! উপহার তো নিচ্ছেন, তবে জানেন কি এর জন্য করের আওতায় পড়তে পারেন আপনিও। উপহারের ক্ষেত্রে আয়করের কোন আইন প্রযোজ্য?
আয়কর আইন অনুযায়ী বিয়ে, উত্তরাধিকার বা উত্তরাধিকারের মাধ্যমে প্রাপ্ত উপহার সম্পূর্ণ করমুক্ত। ৫০ হাজার টাকা পর্যন্ত যে কোনও উপহারে সরাসরি কোনও কর আরোপ করা হয় না। বিয়ে ছাড়া অন্য কোনও কারণে অনাত্মীয় কেউ ৫০ হাজার টাকার বেশি দামের উপহার দিলে তা করের আওতায় পড়বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আয়কর আইন বিয়েতে প্রাপ্ত উপহারের ক্ষেত্রে ছাড়ের অনুমতি দেয়। তা বিয়ের আগে বা পরে যখনই দেওয়া হোক না কেন! উপহারটি বিবাহের সঙ্গে স্পষ্ট ভাবে যুক্ত হলে এটি আয়কর আইনের ধারা ৫৬ (২)-এর অধীনে ছাড়ের যোগ্য। নগদ টাকা থেকে শুরু করে সম্পত্তি, গয়না বা গৃহস্থালির জিনিসপত্র সাধারণত করমুক্ত হয়। তা যে কোনও মূল্যেরই হতে পারে। আত্মীয়স্বজন ছাড়া অন্যদের কাছ থেকে প্রাপ্ত উপহার কেবল তখনই ছাড়ের যোগ্য হবে যদি সেটি বিয়ের জন্য নির্দিষ্ট ভাবে উল্লেখ করা থাকে। যদি ভবিষ্যতে গয়না বা সম্পত্তির মতো কোনও উচ্চমূল্যের উপহার বিক্রি করা হয়, তা হলে তাতে মূলধন লাভ কর প্রযোজ্য হতে পারে। কর গণনা করা হয় উপহারটি যে মূল্যে গৃহীত হয়েছিল তার উপর নয়, বরং উপহারদাতা যে মূল্যে সেটি কিনেছিলেন তার উপর।
বিয়ে ছাড়া জন্মদিন, বিশেষ অনুষ্ঠান, গৃহপ্রবেশের অনুষ্ঠান ইত্যাদিতে প্রাপ্ত উপহারগুলিও করের আওতায় পড়বে। অর্থাৎ, এই উপহারের ওপর করছাড় নেই। উপহারের মূল্য অবশ্যই ৫০ হাজার টাকার বেশি হতে হবে।