Entertainment News

মায়ের সঙ্গে দেখা করাতে প্রেমিককে মুম্বই নিয়ে এলেন প্রিয়ঙ্কা?

বলি মহলের অনেকেই বলছেন, প্রিয়ঙ্কা হয়তো এই সম্পর্কের বিষয়ে সিরিয়াস। সে কারণেই তিনি নিককে নিজের বাড়িতে নিয়ে এলেন!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ১৬:২২
Share:

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

মার্কিন গায়ক নিক জোনসের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া নাকি ডেট করছেন! এই খবরে দিন কয়েক ধরেই সরগরম ছিল ইন্ডাস্ট্রি। সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়ে নিককে মায়ের সঙ্গে দেখা করাতে মুম্বই নিয়ে এলেন প্রিয়ঙ্কা!

Advertisement

বৃহস্পতিবার রাতে নিককে নিয়ে মুম্বই পৌঁছেছেন তিনি। তার পর থেকেই পাপারাত্‌জিরা তাঁদের ফ্রেমবন্দি করার চেষ্টা করছেন। শোনা যাচ্ছে, মা মধু চোপড়া এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আলাপ করিয়ে দিতেই নাকি নিককে নিয়ে মুম্বই এসেছেন পিগি চপস।

গতকাল থেকেই প্রিয়ঙ্কা এবং নিকের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। বলি মহলের অনেকেই বলছেন, প্রিয়ঙ্কা হয়তো এই সম্পর্কের বিষয়ে সিরিয়াস। সে কারণেই তিনি নিককে নিজের বাড়িতে নিয়ে এলেন!

Advertisement

আরও পড়ুন, ‘অনস্ক্রিন ন্যুডিটি নিয়ে আমার সমস্যা নেই, তবে...’

সত্যিই কি তাই? যদিও প্রিয়ঙ্কা বা নিক এখনও এ সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি।

গত বছর ‘মেট গালা রেড কার্পেট’-এ প্রথম প্রকাশ্যে এক সঙ্গে দেখা যায় এই জুটিকে। রাল্ফ লাউরেনের পোশাকে নজর কেড়েছিলেন তাঁরা। সে সময় প্রিয়ঙ্কা সম্পর্কে নিককে জিজ্ঞাসা করা হলে তিনি শুধু বলেছিলেন, ‘‘প্রিয়ঙ্কা ভাল মানুষ।’’ অন্য দিকে প্রিয়ঙ্কা বলেছিলেন, ‘‘আমরা দু’জনে রাল্ফের পোশাক পরব ঠিক করেছিলাম, সেটাই পরেছি। মজা হয়েছে।’’


নিক জোনস। ছবি: টুইটারের সৌজন্যে।

কখনও যুগলের ডিনার, কখনও বা নিছকই ছুটি কাটানো দেখে অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে এখন ‘নিয়াঙ্কা’ বলেও ডাকছেন! শোনা যাচ্ছে, নিক নাকি দ্রুত সংসার শুরু করতে চান। তবে প্রিয়ঙ্কাকে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি আগেই বলেছিলেন, ‘‘যে দিন আঙুলে আংটি দেখবেন, সে দিন পৃথিবীর সকলে জানতে পারবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement