Entertainment News

‘হিরোর গার্লফ্রেন্ডের জন্য আমাকে ছবি থেকে বার করা হয়েছিল’

প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমাকে এখন অনেকেই ভয় পান। ... তবে এমনও সময় ছিল, যখন হিরো বা পরিচালকের গার্লফ্রেন্ডের জন্য আমাকে ছবি থেকে বের করে দেওয়া হয়েছিল। ওটা ছিল ক্ষমতার অপব্যবহার।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৪:০৬
Share:

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শুধু বলিউড নয়, এখন হলিউডেও দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীর গলায় উঠে এল বলিউডে কী ভাবে ক্ষমতার অপব্যবহার হয়, তার নয়া কিসসা।

Advertisement

মঙ্গলবার ‘পেঙ্গুইন অ্যানুয়াল লেকচার’-এ যোগ দিয়েছিলেন দেশি গার্ল প্রিয়ঙ্কা। সেখানে গিয়েই তাঁর বলিউড জার্নির নানা অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমাকে এখন অনেকেই ভয় পান। ... তবে এমনও সময় ছিল, যখন হিরো বা পরিচালকের গার্লফ্রেন্ডের জন্য আমাকে ছবি থেকে বের করে দেওয়া হয়েছিল। ওটা ছিল ক্ষমতার অপব্যবহার।’’

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী আরও বলেন, ‘‘আমার তখন কিছুই করার ছিল না। ছবিতে সই করার পর শেষ মুহূর্তেও আমাকে বের করা হয়েছে। কারণ আমি কোনও দিনই ক্ষমতাশালী ব্যক্তিদের তুষ্ট করিনি। যাঁরা আমাকে সম্মান করেন, আমি তাঁদেরকেই গুরুত্ব দিই।’’

Advertisement

আরও পড়ুন, বিরুষ্কার রিসেপশন থেকে ফিরে গুরদাস মান কী বললেন জানেন?

কখনও-সখনও বলিউডের মতো গ্ল্যামার ইন্ডাস্ট্রির পলেস্তারাও খসে পড়ে। যেমন পড়েছিল কর্ণ জোহর ও কঙ্গনা রানাউতের স্বজনপোষণ বিতর্কের সময়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ যে একটা বড় সমস্যা, এ বার তা মনে করালেন প্রিয়ঙ্কা চোপড়া।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement