Priyanka Chopra

জোড়া চমক

শোয়ের ট্রেলার অনেকটা ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র আদলে তৈরি, শুধু চরিত্রগুলি বাস্তবের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ০৩:৪১
Share:

ছবিতে প্রিয়ঙ্কা। ফাইল চিত্র।

সরকারি নিষেধাজ্ঞা স্ট্রিমিং চ্যানেলের উপরে কতটা কার্যকর হবে সে সব তর্কের মাঝেই, ভারতীয় দর্শকের জন্য নতুন শো আনল নেটফ্লিক্স। একঝাঁক আন্তর্জাতিক তারকার সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ছবি ‘উই ক্যান বি হিরোজ়’-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে শুক্রবার। প্রিয়ঙ্কাকে একদম নতুন অবতারে দেখা যাচ্ছে। যদিও এটি আন্তর্জাতিক প্রজেক্ট কিন্তু প্রিয়ঙ্কা থাকার সুবাদে তাঁর ভারতীয় ভক্তরা উত্তেজিত।

Advertisement

অন্য দিকে বড় চমক দিয়েছেন কর্ণ জোহর। তারকা-পত্নীদের নিয়ে নেটফ্লিক্সে নতুন শো আনছেন তিনি। যেখানে সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কপূরের স্ত্রী মাহিপ কপূর, চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডেকে দেখা যাবে। আর থাকছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীলম, যিনি বিয়ে করেছেন অভিনেতা সমীর সোনিকে। এই রিয়্যালিটি সিরিজ়ের নাম ‘ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস’। সোশ্যাল মিডিয়া খুঁটিয়ে দেখলেই বোঝা যায় এঁরা ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে পার্টি করা থেকে বেড়াতে যাওয়া, সবেতেই আছেন। শোয়ের ট্রেলার অনেকটা ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র আদলে তৈরি, শুধু চরিত্রগুলি বাস্তবের। তারকা-পত্নীদের চটকদার দুনিয়ার আড়ালে যে লড়াই এবং পরিশ্রম রয়েছে, সেটি দেখানোই নাকি নির্মাতাদের উদ্দেশ্য। তবে এই শো কতটা বাস্তব দর্শাবে আর কতটা মেকি, তা সময়ই বলবে। টিজ়ারে এই গ্যাংয়ের মধ্যমণি গৌরী খান এবং শাহরুখ খানের এক ঝলক কিন্তু প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন