Entertainment News

পর্যটনের দূত হিসেবে প্রথম দিনেই মনজয় প্রিয়ঙ্কার

এলেন, দেখলেন, জয় করলেন। সকালের ঝলমলে ব্লেজার দুপুর গড়াতেই বদলে গেল লাল ব্লাউজ আর মুগা রঙা মেখলা-চাদরে। কামাখ্যার সেই পুজারিনী আবার বিকেলের পাঁচতারা জমায়েতে অফ হোয়াইটের উপরে জরির কাজ করা টু-পিস গাউনে যথারীতি গ্ল্যামার-কুইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৭
Share:

প্রিয়ঙ্কা জানালেন, আজ থেকে তিনি অসমেরও নাগরিক।— নিজস্ব চিত্র।

এলেন, দেখলেন, জয় করলেন। সকালের ঝলমলে ব্লেজার দুপুর গড়াতেই বদলে গেল লাল ব্লাউজ আর মুগা রঙা মেখলা-চাদরে। কামাখ্যার সেই পুজারিনী আবার বিকেলের পাঁচতারা জমায়েতে অফ হোয়াইটের উপরে জরির কাজ করা টু-পিস গাউনে যথারীতি গ্ল্যামার-কুইন। শুধু রূপে নয়, বেঁকা প্রশ্নের চৌখস জবাবেও প্রিয়ঙ্কা চোপড়া বুঝিয়ে দিলেন অসম পর্যটনের দূত হিসেবে তাঁকে বেছে নিয়ে কোনও ভুল করেনি রাজ্য সরকার।

Advertisement

তাঁর নাম ঘোষণা নিয়ে জলঘোলা কম হয়নি। প্রশ্ন ওঠে, অসম পর্যটনের দূত কেন অসমের বিখ্যাত ব্যক্তিরা হবেন না? কেন সচিন তেন্ডুলকর বা হৃতিক রোশনকে বাদ দিয়ে প্রিয়ঙ্কা চোপড়াকে বেছে নেওয়া হবে? সে সব জটিলতা কাটিয়ে উঠে, গত ২৫ ডিসেম্বর সরকারি ভাবে গুয়াহাটির একটি হোটেলে অসম পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে প্রিয়ঙ্কা চোপড়ার নাম ঘোষণা করলেন পর্যটনমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। প্রিয়ঙ্কা জানালেন, আজ থেকে তিনি অসমেরও নাগরিক। গোটা অনুষ্ঠানে, প্রশ্নোত্তর পর্বে প্রিয়ঙ্কার মুখে ‘আমাদের অসম’ সব বিতর্ককে ব্যাকফুটে ঠেলে দিল।

প্রিয়ঙ্কা গতকাল সকালে চার্টার্ড বিমানে মুম্বই থেকে গুয়াহাটি আসেন। হোটেলে পোশাক বদলে পরে নেন সংযুক্তা দত্তর তৈরি লাল আর তসরের মেখলা-চাদর। তাঁর পরের গন্তব্য ছিল কামাখ্যা মন্দির। সেখানে বলিউডের পরে হলিউড জয় করা নায়িকাকে দেখতে ছিল তুমুল ভিড়। কামাখ্যায় পুজো দিয়ে প্রিয়ঙ্কা জানান, ভিতরে এক অন্যরকমের শক্তির উৎস্রোত অনুভব করছেন। একই দিনে কামাখ্যায় সপরিবারে পুজো দিলেন ক্রিকেটার শিখর ধবন।

Advertisement

আরও পড়ুন, বর্ণবিদ্বেষের শিকার প্রিয়ঙ্কা চোপড়া?

বিকেলে পর্যটন সমাবেশের প্রথমে মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা প্রিয়ঙ্কাকে পর্যটন দূত হিসেবে ঘোষণা করেন। অসমে আসা দেশ-বিদেশের পর্যটন সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকও করেন প্রিয়ঙ্কা। হিমন্ত ঘোষণা করেন, পরের বছর পর্যটন বিকাশে ৪৬০ কোটি টাকা খরচ করবে রাজ্য। বিশেষ জোর দেওয়া হবে গ্রামীণ ও পরিবেশবান্ধব পর্যটন এবং হোম স্টে-র বিকাশে। পর্যটনকে অন্য স্তরে নিয়ে যেতে নেওয়া হচ্ছে পর্যটন নীতি। বাড়িতে অতিথি রাখার প্রথা জনপ্রিয় করতে রাজ্য সরকার ‘আমার আলহি’ নামে প্রকল্পও হাতে নিচ্ছে। আর এই সবকিছু দেশ ও বিশ্বের দরবার তুলে ধরতে ‘কোয়ান্টিকো’-‘বেওয়াচ’-এর পর্দা দাপানো প্রিয়ঙ্কা ছাড়া অন্য কারও কথা ভাবা যাচ্ছিল না।

প্রিয়ঙ্কা বলেন, ‘‘অসমে না জন্মাতে পারি, কিন্তু আমি একজন গর্বিত ভারতবাসী। আর অসম তার ধর্মীয়, প্রাকৃতিক, সাংস্কৃতিক বিভিন্নতা নিয়ে একেবারে ছোট এক ভারত। সেই রাজ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার ভার আমার। তাই আমার দায়িত্ব অনেক বেড়ে গেল আজ থেকে।’’ গত বার গুয়াহাটি এসেছিলেন মেরি কম ছবির প্রচারে। সেই প্রসঙ্গ তুলে প্রিয়ঙ্কা বলেন, ‘‘মেরি কমের সঙ্গে যোগাযোগের সূত্রে মণিপুরকে চিনেছিলাম। আজ থেকে কামাখ্যার আশীর্বাদ নিয়ে অসমে ঘুরে বেড়ানো শুরু। চেনা শুরু।’’

প্রশ্ন ছুটে আসে, হলিউডে এত ব্যস্ত যে বলিউডকেই সময় দিতে পারেন না। তাহলে অসম পর্যটনকে আদৌ কী সময় দেবেন? আরও প্রশ্ন, দেশে ও বিদেশে সন্ত্রাস আর সমস্যার জন্যই নেতিবাচক পরিচিতি যে রাজ্যের, তাকে কি আদৌ পর্যটনক্ষেত্র হিসেবে সে ভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন? তুখোড় প্রিয়ঙ্কা কাটা কাটা জবাবে জানান, ‘‘এখনও পর্যন্ত কোনও দায়িত্ব নিয়ে ১০০ শতাংশ পালন করিনি-তেমন অভিযোগ নেই। অসমের দায়িত্ব যখন নিয়েছি, বিশ্বের সর্বত্র তার হয়ে গলা ফাটাব। আর সন্ত্রাস বা সমস্যা সব রাজ্য, সব দেশেই থাকে। কিন্তু তার মধ্য থেকেই সুন্দরকে খুঁজে বের করে তুলে ধরতে হয়। দূত হিসেবে সেটাই আমি করব আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবে রাজ্য সরকার।’’

আরও পড়ুন, নোট বাতিল হবে, ‘ভবিষ্যৎবাণী’ করেছিল এই সিনেমা

এ দিন সন্ধ্যায় দিসপুর সচিবালয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিয়ঙ্কা চোপড়া। অসম পর্যটনের দূত হওয়ায় প্রিয়ঙ্কাকে ধন্যবাদ জানিয়ে সোনোয়াল তাঁর সঙ্গে রাজ্যের পর্যটনের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে আলোচনা করেন। জানান, রাজ্যবাসীর মানসিকতাই পর্যটন বিকাশে অন্যতম বড় বাধা। প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমার দৌত্য শুধু পর্যটনে সীমাবদ্ধ থাকবে না। আমি মূল ভূখণ্ড ও বিশ্বের সঙ্গে অসমের যোগাযোগ নিবিড় করার সেতু হয়ে উঠতে চাই। নিজের ‘শো’-এর মাধ্যমে অসমের চায়ের ইতিহাসকে তুলে ধরব। চেষ্টা করব, যাতে মুম্বইয়ের বড় প্রোডাকশন হাউজগুলি অসমে শুটিং করতে আসে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন