গঙ্গাজল-এ কোয়ান্টিকোর নেট প্র্যাকটিস প্রিয়ঙ্কার?

হিম শীতল কণ্ঠ, চোখে ক্ষমতার নজির— সব মিলিয়ে ব্যক্তিত্বে ভরপুর প্রিয়ঙ্কা চোপড়া, থুড়ি আভা মাথুর। পরিচালক প্রকাশ ঝা-র আসন্ন ছবি ‘জয় গঙ্গাজল: দ্য এন্ড গেম’-এর কেন্দ্রীয় চরিত্র। জৌলুসহীন একজন কঠিন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ১৪:১৮
Share:

হিম শীতল কণ্ঠ, চোখে ক্ষমতার নজির— সব মিলিয়ে ব্যক্তিত্বে ভরপুর প্রিয়ঙ্কা চোপড়া, থুড়ি আভা মাথুর। পরিচালক প্রকাশ ঝা-র আসন্ন ছবি ‘জয় গঙ্গাজল: দ্য এন্ড গেম’-এর কেন্দ্রীয় চরিত্র। জৌলুসহীন একজন কঠিন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন নায়িকা। আর এটাই নাকি ছিল তাঁর ‘কোয়ান্টিকো’র নেট প্র্যাকটিস।

Advertisement

বিষয়টা ঠিক কী?

আসলে ‘কোয়ান্টিকো’তে একজন এফবিআই এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়ঙ্কা। এই ছবির পুলিশ অফিসারের চরিত্রের সঙ্গে যার ধারে ও ভারে অনেকটাই মিল। তাই ‘কোয়ান্টিকো’র শুটিংয়ে আমেরিকা পাড়ি দেওয়ার আগেই দারুণ হোমওয়ার্কের সুযোগ পেয়েছিলেন। প্রিয়ঙ্কার কথায়, ‘‘জয় গঙ্গাজল করার পর কোয়ান্টিকো করা আমার কাছে অনেকটা সহজ হয়েছিল।’’

Advertisement

ছবিতে দেখুন, প্রিয়ঙ্কা চোপড়ার ধারাস্নান

আরও পড়ুন, প্রিয়ঙ্কার ‘কোয়ান্টিকো’-য় ‘ডন’-এর সংলাপ?

এই ছবিতে সুপারিন্টেনডেন্ট অফ পুলিশের ভূমিকায় অভিনয় করছেন। দুর্নীতিপরায়ণ এক বিধায়কের ভূমিকায় রয়েছেন মানব কৌউল। টুইটারে এই ছবির ট্রেলর প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে প্রিয়ঙ্কার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন পরিচালকও। আগামী ৪ মার্চ মুক্তি পাবে ছবিটি।

দেখুন এই ছবির ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement