Priyanka Chopra

Priyanka: চিঁড়ের পোলাও, পাঁপড়ের ঘ্রাণে ম ম ক্যালিফোর্নিয়ার সকাল, আপ্লুত প্রিয়ঙ্কা

আমেরিকার নাগরিক প্রিয়ঙ্কা চোপড়াকে দেশ থেকে পার্সেল করে ঘরোয়া খাবার পাঠালেন বনি কপূর এবং তাঁর কন্যা খুশি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ১৮:৫৯
Share:

প্রিয়ঙ্কাকে ঘরোয়া খাবার উপহার দিলেন বনি কপূর এবং খুশি কপূর

আনন্দে অভিভূত প্রিয়ঙ্কা চোপড়া। মার্কিন মুলুকে বসেই পেয়ে গেলেন বাড়ির স্বাদ। প্রযোজক বনি কপূর এবং তাঁর কন্যা অভিনেত্রী খুশি কপূর দেশ থেকে যত্নে মুড়ে পাঠিয়েছেন ঘরে তৈরি চিঁড়ের পোলাও আর নানান স্বাদের পাঁপড়।

Advertisement

বহু দিন পর দেশের খাবার হাতে পেয়ে আপ্লুত নিক জোনাসের ঘরনি। সবার সঙ্গে ভাগ করে নিলেন ছবি।

ঘরে তৈরি চিঁড়ের পোলাও আর নানান স্বাদের পাঁপড় গেল প্রিয়ঙ্কার কাছে।

ক্যাপশনে প্রিয়ঙ্কা ধন্যবাদ জানিয়েছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি আর কন্যা খুশিকে। লিখেছেন, ‘বাড়ির স্বাদ মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ! খুব ভাল করলে!’

Advertisement

ক্যালিফোর্নিয়ায় সংসার গড়লেও প্রিয়ঙ্কার দেশভক্তি সুপরিচিত। ভারতীয় খাবারের বড় ভক্ত তিনি। মেনে চলেন দেশের সংস্কৃতি, রীতিনীতির পরম্পরাও। মেয়ের নাম রেখেছেন মালতী। তার টুকটুকে গোলাপি পায়ে বেঁধে রেখেছেন দেশীয় পুঁতি দিয়ে তৈরি রক্ষাকবচ। সে ছবি নজরে আসতেও ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন ভক্তরা। বিদেশে থেকেও তাঁর জীবনচর্যায় বরাবর ভারতীয় ছাপ। বাড়িতে নিয়মিত পুরোহিত ডেকে পুজোপাঠ হয়। জানা যায়, নিউইয়র্কে সোনা নামের এক ভারতীয় রেস্তোরাঁও রয়েছে প্রিয়ঙ্কার।

২০১৮ সালে চার হাত এক হয়েছিল নিক-প্রিয়ঙ্কার। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সংসার পাতেন দু’জনে। ২০২২ সালের জানুয়ারির শুরুতে তারকা-দম্পতি তাঁদের পরবর্তী সফরে পা রাখেন। সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়ঙ্কা। এনআইসিইউতে ১০০ দিন কাটানোর পরে কন্যা মালতী মেরি চোপড়া জোনাসকে বাড়িতে নিয়ে আসেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন