ফিরছে কোয়ান্টিকো, টিজারে চমক প্রিয়ঙ্কার

চমকের পর চমক। প্রিয়ঙ্কা চোপড়ার ব্যাপারে এখন যেন শুধু এই কথাটাই বলা যায়। অস্কার রেড কার্পেটে স্টানিং অ্যাপিয়ারেন্সের পর এ বার কোয়ান্টিকো টিজারে চমকে দিলেন প্রিয়ঙ্কা। আগামী ৬ মার্চ শুরু হচ্ছে কোয়ান্টিকোর দ্বিতীয় এডিশন।

Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ১১:২১
Share:

চমকের পর চমক। প্রিয়ঙ্কা চোপড়ার ব্যাপারে এখন যেন শুধু এই কথাটাই বলা যায়। অস্কার রেড কার্পেটে স্টানিং অ্যাপিয়ারেন্সের পর এ বার কোয়ান্টিকো টিজারে চমকে দিলেন প্রিয়ঙ্কা। আগামী ৬ মার্চ শুরু হচ্ছে কোয়ান্টিকোর দ্বিতীয় এডিশন। তার আগে মুক্তি পেল কোয়ান্টিকো টিজার।

Advertisement

গত বছর এবিসি-র টেলিভিশন সিরিজ কোয়ান্টিকো দিয়ে হলিউডে পা রাখেন প্রিয়ঙ্কা। কোয়ান্টিকো সিরিজে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে প্রেজেন্টর হিসেবেও দেখা যায় তাঁকে। এ বার বেওয়াচ ছবি দিয়ে হলিউডের বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। এই ছবিতে ভিলেন ভিক্টোরিয়া লিডসের ভূমিকায় দেখা যাবে তাঁকে। মনে হচ্ছে বলিউডের মতোই হলিউডেও যে প্রিয়ঙ্কা লম্বা রেসের ঘোড়া তা বোঝাই যাচ্ছে।

দেখে নিন কোয়ান্টিকো টিজার

Advertisement

আরও পড়ুন: অস্কার জ্বরে লেডি গাগাকে হেলায় হারালেন প্রিয়ঙ্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement