Entertainment News

প্রিয়ঙ্কার পুজো শুরু, দেখুন কী ভাবে?

এ দিন খুঁটিপুজোর অনুষ্ঠানে প্রিয়ঙ্কার সঙ্গে হাজির ছিলেন অভিনেত্রী নুসরত এবং পরিচালক বিরসা দাশগুপ্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৭:৫০
Share:

প্রিয়ঙ্কা সরকার। ছবি: ফেসবুকের সৌজন্যে।

দিনভর বৃষ্টি। শরত্ আসতে বেশ কিছুটা দেরি। কিন্তু এর মধ্যেই পুজো শুরু হয়ে গেল অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের। কী ভাবে জানেন?

Advertisement

আসলে প্রিয়ঙ্কা বাঘাযতীন তরুণ সঙ্ঘের পুজোর সঙ্গে যুক্ত। ওই পুজো কমিটির চলতি বছরের পুজোর মুখ প্রিয়ঙ্কা। সেখানেই রবিবার হল খুঁটিপুজো।

এ দিন খুঁটিপুজোর অনুষ্ঠানে প্রিয়ঙ্কার সঙ্গে হাজির ছিলেন অভিনেত্রী নুসরত এবং পরিচালক বিরসা দাশগুপ্ত। বিরসার পরিচালনায় কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ‘ক্রিসক্রস’। সেখানেও অনস্ক্রিনে পাঁচ মেয়ের গল্প বলেছেন বিরসা। ফলে টিম ‘ক্রিসক্রস’-এর কয়েকজিন সদস্য এ দিন খুঁটিপুজোর সাক্ষী ছিলেন।

Advertisement

আরও পড়ুন, ‘কোথাও তুই থমকাবি না’, ডাক দিচ্ছে ‘উড়নচণ্ডী’

নতুন শাড়ি, ফুলের মালায় সেজে অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন প্রিয়ঙ্কা। সঙ্গ দিয়েছে ছেলে সহজ। ঢাকের বোলে, ধুনোর গন্ধে পুজোর আগমনী যেন হল আজ। একই সঙ্গে শুরু হল কাউন্টডাউন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement