কোয়ান্টিকোর পর বেওয়াচ, এ বার হলিউড ফিল্মে প্রিয়ঙ্কা

মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকে সাফল্য কখনই হাত ছাড়েনি তাঁর। তবে এত দিনে বোধহয় কেরিয়ারের সেরা সময়টায় পৌঁছেছেন প্রিয়ঙ্কা চোপড়া। একের পর এক হলিউড প্রজেক্ট যেন সেই কথাই বলছে। ‘কোয়ান্টিকো’ টেলিসিরিজের পর এ বার বিখ্যাত ‘বেওয়াচ’ ছবিতে দেখা যাবে তাঁকে। একেবারে ভিলেনের ভূমিকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৮
Share:

মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকে সাফল্য কখনই হাত ছাড়েনি তাঁর। তবে এত দিনে বোধহয় কেরিয়ারের সেরা সময়টায় পৌঁছেছেন প্রিয়ঙ্কা চোপড়া। একের পর এক হলিউড প্রজেক্ট যেন সেই কথাই বলছে। ‘কোয়ান্টিকো’ টেলিসিরিজের পর এ বার বিখ্যাত ‘বেওয়াচ’ ছবিতে দেখা যাবে তাঁকে। একেবারে ভিলেনের ভূমিকায়।

Advertisement

ছবিতে তেল ব্যবসায়ী ভিক্টোরিয়া লিডসের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়ঙ্কা। তাঁর বিপরীতে রয়েছেন ডোয়েন জনসন। মঙ্গলবার জনসন নিজেই ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কার সঙ্গে ভিডিও পোস্ট করে আনুষ্ঠানিক ঘোষণা করেন। তার পর থেকেই ভাইরাল সেই ভিডিও। ২০১৭-র মে মাসে মুক্তি পেতে চলেছে বেওয়াচ।

নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি ছবি পরিচালনা করবেন সেথ জর্ডন। ২০০৯ সালে পিঙ্ক প্যান্থার টু ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। তার সাত বছর পর ফের কোনও বলিউড অভিনেত্রীকে দেখা যাবে হলিউড ছবিতে। প্রিয়ঙ্কার পাশাপশি হলিউডে ডেবিউ করছেন দীপিকা পাডুকোন। ‘এক্স থ্রি: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে ভিন ডি়জেলেন বিপরীতে দেখা যাবে তাঁকে।

Advertisement

বলিউডেও মুক্তি পেতে চলেছে প্রিয়ঙ্কার ছবি ‘জয় গঙ্গাজল।’

আরও পড়ুন: কেন এত ভয় পেলেন প্রিয়ঙ্কা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement