Entertainment News

‘ঘনিষ্ঠ না হলে শো থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রযোজক’

প্রযোজকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। ছোটপর্দায় অভিনয়ের সুবাদে এখন দর্শকদের কাছে শিল্পা বেশ পরিচিত মুখ। জনপ্রিয় শো ‘ভাবি জি ঘর পর হ্যায়’-তে তাঁর চরিত্রের নাম অঙ্গুরি দেবী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১৫:১৭
Share:

কে ইনি?

প্রযোজকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। ছোটপর্দায় অভিনয়ের সুবাদে এখন দর্শকদের কাছে শিল্পা বেশ পরিচিত মুখ। জনপ্রিয় শো ‘ভাবি জি ঘর পর হ্যায়’-তে তাঁর চরিত্রের নাম অঙ্গুরি দেবী। ওই শোয়ের প্রযোজক সঞ্জয় কোহালির বিরুদ্ধে মুম্বইয়ের ওয়ালিভ থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন, শাহরুখ খানকে এই কারণে বিয়ে করতে চান কর্ণ!

শিল্পার অভিযোগ, সঞ্জয় তাঁকে সবসময়ই ‘সেক্সি’ বলে ডাকতেন। বারবার ঘনিষ্ঠ হতে চাইতেন। এমনকী সঞ্জয়ের সঙ্গে ঘনিষ্ঠ না হতে চাওয়ার কারণে একাধিকবার তাঁকে শো-থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছেন প্রযোজক। একবার নাকি শিল্পার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন সঞ্জয়। সেই সময় ওই শো-এর মেকআপ আর্টিস্ট পিঙ্কু পাটওয়া তাঁদের দেখে ফেলেন। ঠিক তার পরের দিনই পিঙ্কুর চাকরি চলে যায় বলে দাবি করেন শিল্পা।

Advertisement

ইনি অভিনেত্রী শিল্পা শিন্ডে।

শিল্পার কথায়, “আমি এ সপ্তাহে আমার আইনজীবীকে নিয়ে তিন বার থানায় গিয়েছি। অনেক মহিলা আছেন যাঁরা ইন্ডাস্ট্রির এই সমস্যা নিয়ে মুখ খুলতে ভয় পান। কিন্তু আমি মুখ খুললাম। ধরে নিন, ওঁদের সকলের হয়েই মুখ খুললাম।’’

আরও পড়ুন, কেরিয়ারের মধ্যগগনেই ব্রেক চাইছেন আলিয়া!

গত বছর শো-কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ এনে শো থেকে বেরিয়ে যান শিল্পা। চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য প্রযোজক তাঁকে আইনি নোটিস পাঠান। তাঁর অনুপস্থিতির ক্ষতিপূরণ হিসাবে সাড়ে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। সে সময় উল্টে শিল্পা দাবি করেন, প্রোডাকশন হাউজ তাঁকে তাঁর প্রাপ্য ৩২ লক্ষ দেয়নি।

‘ভাবি জি ঘর পর হ্যায়’-তে শিল্পা।

গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত প্রযোজক সঞ্জয়ের স্ত্রী বিনাইফার। তিনি বলেছেন, ‘‘শিল্পা আমাদের অনেক আর্থিক ক্ষতি করেছে। টাকার অঙ্কে যা প্রায় কোটির কাছাকাছি। সে কারণে ওর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। বিচারব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের। ওর সঙ্গে আদালতেই দেখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement