ক্লাসে কী করতেন সুশান্ত? কেমন ছিলেন? শিক্ষক দিবসে জানালেন তাঁর শিক্ষক

কথা ছিল এই বিশেষ দিনে প্রিয় শিক্ষককে স্মরণ করে নেবেন ছাত্র। কিন্তু ছাত্র আজ নেই।তাই ঝাপসা হয়ে আসা স্মৃতির পাতা হাতড়াচ্ছেন সুশান্ত সিংহ রাজপুতের কলেজের অধ্যাপক আরসি সিংহ। সুশান্তকে যিনি অনেকটা সময় কাছ থেকে দেখেছেন। কেমন ছিলেন সুশান্ত? শান্ত, দুষ্টু, বইপোকা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৬
Share:

সুশান্ত সিংহ রাজপুত।

কথা ছিল এই বিশেষ দিনে প্রিয় শিক্ষককে স্মরণ করে নেবেন ছাত্র। কিন্তু ছাত্র আজ নেই।তাই ঝাপসা হয়ে আসা স্মৃতির পাতা হাতড়াচ্ছেন সুশান্ত সিংহ রাজপুতের কলেজের অধ্যাপক আরসি সিংহ। সুশান্তকে যিনি অনেকটা সময় কাছ থেকে দেখেছেন। কেমন ছিলেন সুশান্ত? শান্ত, দুষ্টু, বইপোকা?

Advertisement

তাঁর শিক্ষকের কথায়, “দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় সুশান্ত। সাল ২০০৩। ভীষণ চুপচাপ থাকত ক্লাসে। কী ভীষণ মনোযোগী। এতটাই শান্ত ছিল মাঝে মাঝে মনে হত যা পড়াচ্ছি বুঝছে তো? কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম, কী বুঝেছ বল। দেখতাম বুঝছে তো বটেই। যা বলছি সব হুবহু বলে যাচ্ছে। এতটাই মেধাবী ছিল সুশান্ত।’’

কলেজের ভর্তি পরীক্ষায় সুশান্ত সপ্তম হয়েছিলেন। নিয়েছিলেন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং। পড়াশোনায় ভাল ছেলেটি তৃতীয় বর্ষে উঠে হঠাৎই ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেন। আপন করে নেন থিয়েটারকে। তারপর ছোট পর্দা, বড় পর্দা…চারিদিকে শুধুই সাফল্য।

Advertisement

আরও পড়ুন- শৌভিকের গ্রেফতারি প্রসঙ্গে নাম না করে রিয়াকে খোঁচা অঙ্কিতার?

“চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা ছিল ছেলেটার। এত তাড়াতাড়ি যে সব শেষ হয়ে যাবে আমি ভাবতে…ও যেন ন্যায়বিচার পায়”, গলা ধরে আসে সুশান্তের অধ্যাপকের। সুশান্ত নেই প্রায় তিন মাস হতে চলল। শুক্রবারই রিয়ার ভাইকে মাদক মামলায় গ্রেফতার করেছে এনসিবি। সিবিআই-ও তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত এগোছে তদন্তের মতোই… তবু আজ বিশেষ দিনে দিল্লি কলেজের শিক্ষক খুঁজে চলেছেন তাঁর হারিয়ে যাওয়া ছাত্রকে। চোখের সামনে কি ভেসে উঠছেক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, আর খাতায় মুখ গুঁজে বসে থাকা একটি শান্ত ছেলের মুখ…যাঁর নাম সুশান্ত সিংহ রাজপুত?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন