Prosenjit Chatterjee

শরীরচর্চায় মনোযোগী প্রসেনজিৎ, ভিডিয়ো পোস্ট করে সুস্থ থাকার বার্তা দিলেন ইনস্টাগ্রামে

নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা। সেখানে কঠোর শরীরচর্চা করতে দেখা যাচ্ছে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ২১:০৮
Share:

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

শরীরচর্চার প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভালবাসার কথা জানেন না, এমন মানুষ পাওয়া মুশকিল। আরও একবার অভিনেতার ইনস্টাগ্রামে ভেসে উঠল তাঁর জিম-প্রীতির ছবি।

Advertisement

নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা। সেখানে কঠোর শরীরচর্চা করতে দেখা যাচ্ছে তাঁকে। অভিনেতার পরনে নীল লম্বা হাতার টি-শার্ট এবং জিম-প্যান্টস। জিমের নানা ধরনের যন্ত্রপাতির সাহায্যে কসরৎ করছেন তিনি। এর সঙ্গেই অনুরাগীদেরও সুস্থ থাকার বার্তা দিয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘গত বছরটা আমাদের আরও একবার মনে করিয়ে দিয়েছে, স্বাস্থ্যই আমাদের অমূল্য সম্পদ। ভাল থাকুন, সুস্থ থাকুন’।

গত বছর মার্চ মাসে দক্ষিণ আফ্রিকায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ছবির শ্যুটিং করছিলেন অভিনেতা। করোনা অতিমারির কারণে ফিরে আসতে হয় ছবির গোটা টিমকে। দেশে ফিরেই নিয়ম মেনে নিভৃতবাসে চলে গিয়েছিলেন তিনি। নিভৃতবাস শেষ হওয়ার পরেও সব ধরনের নিয়ম মেনে চলেছিলেন অভিনেতা। লকডাউন চলাকালীন ‘নিরন্তর’ ছবিতে দেখা যায় তাঁকে। প্রেক্ষাগৃহগুলি বন্ধ থাকায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সেই ছবি। সেই বন্দিদশা এখন অতীত। শ্যুটিং ফ্লোরে ফিরে গিয়েছেন টলিউডের ‘বুম্বাদা’। তার সঙ্গেই চালিয়ে যাচ্ছেন নিজেকে ‘ফিট’ রাখার প্রক্রিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন