খলচরিত্রের লুক প্রকাশ

এক একটি গল্পে খলচরিত্রে দেখা যাবে এক এক জন তাবড় অভিনেতাকে।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ০০:০১
Share:

শুভাশিস ও সব্যসাচী

আট বছর পরে ফের বাংলা টেলিভিশনে সিরিজ় নিয়ে আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। তবে ‘গানের ওপারে’র মতো মিউজ়িক্যাল প্রেমের গল্প ছেড়ে এ বার অন্য ধরনের বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। ধারাবাহিকের নাম ‘অলৌকিক না লৌকিক’।

Advertisement

সিরিজ়টি অতিপ্রাকৃত বিষয়ধর্মী। কুস‌ংস্কার, লোককথা, তন্ত্রমন্ত্র বিশ্বাস করে বহু মানুষ প্রতারিত হন। জ্যোতিষের কাছে গিয়ে রত্নধারণ করে বহু অর্থও খরচ করে ফেলেন। এই প্রতারকদের কী ভাবে পরাস্ত করা হয়, সেটা নিয়েই শো।

এক একটি গল্পে খলচরিত্রে দেখা যাবে এক এক জন তাবড় অভিনেতাকে। রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, সুপ্রিয় দত্ত। তাঁদের লুকও প্রকাশিত হয়েছে সম্প্রতি।

Advertisement

দেবেশ ও সুপ্রিয়

শোয়ে নায়ক বিক্রমের ভূমিকায় দেখা যাবে ঋদ্ধীশ চৌধুরীকে। সে-ই প্রতারকদের মুখোশ খুলবে। থাকছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়, সৌম্যরূপ সাহা, রাজর্ষি রায় প্রমুখ।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement