Mika Singh on Gauri Khan

শাহরুখ সাবধান করা সত্ত্বেও তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ! মিকাকে কী শর্ত দেন গৌরী খান?

সতর্কবার্তা পেয়েও থেমে থাকেননি মিকা সিংহ। ব্যক্তিগত ভাবে শাহরুখ-পত্নী গৌরী খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৭:৪২
Share:

শাহরুখ সাবধান করার পরেও গৌরীর সঙ্গে যোগাযোগ করেন মিকা। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের তরফ থেকে সতর্কবার্তা পেয়েছিলেন। তার পরেও থেমে থাকেননি মিকা সিংহ। ব্যক্তিগত ভাবে শাহরুখ-পত্নী গৌরী খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। সম্প্রতি পুরো ঘটনা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন সঙ্গীতশিল্পী।

Advertisement

স্বপ্নের বাড়ি বানিয়েছেন মিকা। সেই বাড়ির অন্দরসজ্জা গৌরী খানকে দিয়েই করাবেন। এমনই ইচ্ছে ছিল তাঁর বরাবরের। সেই কথা শাহরুখকে বলেছিলেন মিকা। কিন্তু তাঁকে সাবধান করে শাহরুখ সেই সময়ে বলেছিলেন, “তোমাকে কিন্তু লুট করবে। খুব খরচ হবে তোমার, বলেই রাখলাম।” সেই সাবধানবাণীতে কান দেননি সঙ্গীতশিল্পী। মনস্থির করেই রেখেছিলেন, নিজের বাড়িতে গৌরী খানের হাতের ছোঁয়া থাকবেই।

তাই ব্যক্তিগত ভাবেই গৌরীর সঙ্গে যোগাযোগ করেছিলেন মিকা। তার কয়েক দিনের মধ্যেই মিকার বাড়িতে পৌঁছে গিয়েছিল গৌরীর সহযোগী দল। তবে গৌরীর তরফ থেকে একটি শর্ত ছিল। সহযোগী দল মিকাকে বলেছিলেন, “গৌরী বৌদি একটা শর্ত রেখেছেন। তিনি যা-ই কাজ করুন, আপনি কিন্তু কোনও প্রশ্ন তুলতে পারবেন না।” শর্তে রাজি হন মিকা।

Advertisement

মিকা সাক্ষাৎকারে বলেন, “আমি ঘরে সব সময় ঘিয়ে অথবা বাদামি রং পছন্দ করি। সেই ঘরে একটি সবুজ রঙের সোফা রাখেন গৌরী।” তবে অন্দরসজ্জার কাজ শেষ হওয়ার পরে বোঝেন, গৌরীর উপর দায়িত্ব দিয়ে তিনি ভুল করেননি। তাঁর কথায়, “দু’বছর ধরে অপেক্ষা করেছিলাম। ফলাফল দেখার মতো হয়েছে।” তাই গৌরী ও শাহরুখের কাছে কৃতজ্ঞ সঙ্গীতশিল্পী। তিনি বলেন, “আরও এক বার গৌরী বৌদি ও শাহরুখ ভাইকে ধন্যবাদ। বিপুল পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে বাড়ি সাজানো হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement