Entartainment News

এই অবতারে আগে কখনও দেখেছেন মাধবনকে?

চমক দিতে তিনি ভালবাসেন। ‘হিরো’ তকমা গায়ে না মেখে ঘুরলেও, বলিউডকে নিজের পরিচয় দিয়েছেন অভিনেতা হিসাবেই। কখনও ফোটোগ্রাফার কখনও বা বক্সিং কোচ আবার কখনও পাইলট। লুকেও নিয়ে আসেন নতুনত্ব, সঙ্গে অভিনবত্বও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ১২:২৮
Share:

চমক দিতে তিনি ভালবাসেন। ‘হিরো’ তকমা গায়ে না মেখে ঘুরলেও, বলিউডকে নিজের পরিচয় দিয়েছেন অভিনেতা হিসাবেই। কখনও ফোটোগ্রাফার কখনও বা বক্সিং কোচ আবার কখনও পাইলট। লুকেও নিয়ে আসেন নতুনত্ব, সঙ্গে অভিনবত্বও। আগের ছবি ‘শালা খাড়ুস’-এ তিনি হয়েছিলেন একজন বক্সিং কোচ। এই চরিত্রে অভিনয় করতে চেহারা ভারী করতে হয় এই অভিনেতাকে। তবে এ বার আর মাধবন এক্কেবারে নতুন লুকে হাজির। ছবির নাম ‘বিক্রম ভেদা’। যে চরিত্রে মাধবন অভিনয় করছেন তা হয়তো তাঁর কাছে একেবারেই আনকোরা। ‘বিক্রম ভেদা’ একটি গ্যাংস্টার ড্রামা। আর মাধবন এই ছবিতে একজন পুলিশ অফিসার। এই সিনেমার জন্য ভারী চেহারা ঝরিয়ে পেটানো পুলিশি চেহারাও তৈরি করে ফেলেছেন মাধবন। নিজের টুইটার অ্যাকাউন্টেই নতুন লুকটি শেয়ার করেছেন তিনি।

Advertisement

পুস্কর-গায়িত্রী পরিচালিত এই ছবিটি একটি তামিল ছবি। মাধবনের চরিত্রের নাম বিক্রমাদিত্যিয়া। বিক্রমাদিত্যিয়া একজন এনকাউন্টার স্পেশালিস্ট। এই ছবির স্বার্থে নিজের শরীরকে নিয়ে ভাঙাগড়ার খেলা করেছেন ৪৬ বছরের এই অভিনেতা। তামিল অভিনেতা বিজয় সেতুপথিকে দেখা যাবে ভিলেনের ভূমিকায়। শ্রদ্ধা শ্রীনাথ এবং বড়লক্ষী শরৎ কুমার ও রয়েছেন এই ছবিতে। ২০১৬-এর নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছিল এই ছবির শুটিং। চলতি বছরের এপ্রিলেই মুক্তি পাবে ছবিটি। ছবিটির প্রযোজক এস শশীকান্ত।

বিজয় সেতুপথির সঙ্গে এই প্রথমবার অভিনয় করছেন মাধবন। আর এই নিয়ে তিনি যে বেজায় খুশি তা আগেই জানিয়েছিলেন টুইটারে। মাধবনের অভিনয় সত্তা অনেকেরই পছন্দের। ‘তনু ওয়েডস মনু’-র দুটি সিরিজেই মানুষের মন জিতে নিয়েছিলেন। ‘থ্রি ইডিয়টস’, ‘রং দে বসন্তি’ এই সব ছবিতে মাধবন স্ক্রিন শেয়ার করেছেন স্বয়ং আমির খানের সঙ্গেও। যে চরিত্রেই মাধবন অভিনয় করেছেন, অন্য মাত্রা এনে দিয়েছেন সেই সব চরিত্রে। ‘বিক্রম ভেদা’-র নতুন চরিত্রে মাধবনকে কী রকম দেখায় সে দিকেই তাকিয়ে রয়েছেন অনেকে।

Advertisement

আরও পড়ুন: বলিউডের এই ফিল্মগুলি তৈরি করতে এত সময় লেগেছিল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন