Entertainment News

আঠেরো দিনে একশো কোটি

আলিয়া ভট্ট অভিনীত ‘রাজ়ি’ ১৮ দিনে একশো কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলল। ‘টু স্টেটস’, ‘বদ্রীনাথ কী দুলহনিয়া’র পরে এটি আলিয়ার তৃতীয় ছবি যা বক্স অফিসের কাঙ্ক্ষিত নম্বর আদায় করে ফেলল।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০০:১২
Share:

আলিয়া

বক্স অফিস দিন গুনছিল। সঙ্গে তাঁর অগণিত ভক্তরাও। অবশেষে পূর্ণ হল সেই স্বপ্ন। আলিয়া ভট্ট অভিনীত ‘রাজ়ি’ ১৮ দিনে একশো কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলল। ‘টু স্টেটস’, ‘বদ্রীনাথ কী দুলহনিয়া’র পরে এটি আলিয়ার তৃতীয় ছবি যা বক্স অফিসের কাঙ্ক্ষিত নম্বর আদায় করে ফেলল।

Advertisement

এই সাফল্য অন্য দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এটা কোনও ফ্র্যাঞ্চাইজ়ি ছবি নয়। উপরন্তু এটি একটি মহিলাকেন্দ্রিক ছবি। তাই সব দিক থেকেই এই ছবির সাফল্য ইতিবাচক।

এই ছবির দৌলতেই একশো কোটি ক্লাবের সদস্য হয়ে উঠলেন ভিকি কৌশলও। অভিনয় দক্ষতা প্রথম ছবি ‘মসান’-এ প্রমাণ করে দিয়েছিলেন তিনি। তবে বাণ্যিজিক ভাবেও তিনি যে নির্ভরযোগ্য, তা-ও প্রমাণ করে দিলেন।

Advertisement

আলিয়া

এর পর ভিকির হাতে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ়’। আলিয়া আছেন ‘গাল্লি বয়’, ‘ব্রহ্মাস্ত্র’-এ। অশ্বিনী আইয়ার তিওয়ারির পরের ছবিতেও মুখ্য ভূমিকায় আলিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement