Deepika Padukone 8 hrs shift

সন্তানের জন্ম দিয়ে খুশি ছিলেন না! কিন্তু এখন দীপিকার আট ঘণ্টার কাজের দাবিতে শামিল রাধিকা?

কেউ পক্ষে, কেউ বিপক্ষে মতামত দিয়েছেন। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন রাধিকা আপটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮
Share:

দীপিকার সঙ্গে একমত রাধিকা? ছবি: সংগৃহীত।

আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন দীপিকা পাড়ুকোন। এই দাবি নিয়ে তোলপাড় বলিউড। কেউ পক্ষে, কেউ বিপক্ষে মতামত দিয়েছেন। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন রাধিকা আপটে।

Advertisement

সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই এই দাবি স্পষ্ট করে দিয়েছেন দীপিকা। আট ঘণ্টার দাবির জন্যই তিনি বাদ পড়েছেন সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে। অনেকে সমালোচনাও করেছেন দীপিকার। কিন্তু দাবিতে অন়ড় থেকেছেন তিনি। রাধিকা আপটে এই বিষয়ে একমত দীপিকার সঙ্গে। তিনিও এক সন্তানের মা। সদ্য এক বছর বয়স পূর্ণ হয়েছে সন্তানের। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘শালি মহব্বত’। রাধিকার কথায়, “প্রযোজকেরা ১২ ঘণ্টার কাজে রাজি হয়েছিলেন বলে আমি কাজটা করতে পেরেছি। এই সময়ের মধ্যে কিন্তু যাতায়াত ও প্রসাধনী এবং কেশসজ্জাও রয়েছে। না হলে সাধারণত আমরা সেটে ১৬ ঘণ্টা কাজ করি।”

টানা ১৬ ঘণ্টা কাজ করার পক্ষপাতী নন রাধিকা। তিনি বলেন, “টানা ১৬ ঘণ্টা বাইরে থাকা যায় না। তেমন হলে তো বাচ্চাকে দেখাই যাবে না। সপ্তাহান্তেও ছুটি থাকে না। এমনকি, কিছু সময়ে আমরা মধ্যাহ্নভোজের সুযোগও পাই না। এই ভাবে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। লোকে আমার কথায় সমর্থন করবেন না, সেই চিন্তা করে আমি সারাদিন কাজ করতে পারব না।”

Advertisement

একসময় রাধিকা জানিয়েছিলেন, সন্তান জন্ম দেওয়ার কোনও পরিকল্পনাই ছিল না তাঁর। সন্তানের জন্ম দিয়ে তাঁর আনন্দও হচ্ছে না। কিন্তু মা হওয়ার পরে বদলে গিয়েছে ভাবনা। তাই এখন বাচ্চার সঙ্গে সময় কাটানো তাঁর অন্যতম উদ্দেশ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement