সলমনের খামারবাড়ি ঘুরে কেমন অভিজ্ঞতা হল রাঘবের? গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।
মুম্বই থেকে কিছুটা দূরে পনবেলে কয়েকশো একর জমির উপর রয়েছে সলমন খানের খামারবাড়ি। প্রায়ই সেখানে যান বলিউড অভিনেতারা। জ্যাকলিন ফার্নান্ডেজ়, ইউলিয়া ভান্তুর-সহ আরও অনেকেই গিয়েছেন সেখানে। কেমন সেই খামারবাড়ির পরিবেশ, তা নিয়ে কৌতূহল কম নয় অনুরাগীদের। সলমনের খামারবাড়িতে তিন রাত কাটিয়ে সরেজমিনে সবটা দেখে এলেন রাঘব জুয়াল।
সলমন নাকি খুবই অতিথিপরায়ণ। তাঁর বাড়িতে প্রায়ই পার্টি করেন বলিউডের তারকারা। সম্প্রতি অভিনেতা রাঘব যান সলমনের খামারবাড়িতে। সেখানে গিয়ে যে অভিজ্ঞতা হয়, তা নাকি এর আগে কখনও হয়নি তাঁর। রাঘব বলেন, ‘‘ভয়ঙ্কর পার্টি হয় সলমনের খামারবাড়িতে। এমন পার্টি কোথাও হয় না। তিন দিন দারুণ মজা করেছি। ওই খামারবাড়িতে বড় বড় জলাশয়, ঝরনা। কত ডার্ট বাইক। যে কোনও পাঁচতারা হোটেলের থেকে অনেক ভাল জায়গা। তার উপর, ভোর চারটের সময় মোটরচালিত বড় বড় গাড়ি নিয়ে বের হন তিনি।’’ যদিও এখানেই শেষ তেমন নয়। সলমনের মন-মর্জির তল পাওয়া শক্ত, দাবি রাঘবের। ভোর তিনটের সময় ডেকে নিয়ে রাঘবকে ঘোড়ার যৌনমিলন দেখিয়েছেন সলমন। রাঘবের কথায়, ‘‘বড় আস্তাবল রয়েছে। সলমন খান ভোর তিনটের সময় ঘোড়ার যৌনমিলন দেখাতে নিয়ে যান। আমি দেখে হতবাক, এমন কিছু এর আগে আমি দেখিনি কখনও।’’
সলমন এতটাই অতিথিপরায়ণ যে আলাদা আলাদা ঘরে গিয়ে সব অতিথির সঙ্গে বসে রোজ খাবার খান। অভিনেতার ভাইপো ভাগ্নে-ভাগ্নিও ছুটি পেলেই মামার খামারবাড়িতে যায়।