কনটেন্ট ভাল না হলে কাজ করব না

দীর্ঘ দিন ধরে ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। ‘সসুরাল গেন্দাফুল’, ‘ভাস্কর ভারতী’র মতো ধারাবাহিক থেকে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন।

Advertisement

সায়নী ঘটক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:১৯
Share:

রাগিণী

নিজেকে ভেঙেচুরে দর্শককে চমকে দিয়েছেন রাগিণী খন্না। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সুমন মুখোপাধ্যায়ের তৈরি ‘পোশম পা’ ছবিতে মাহি গিল, সায়নী গুপ্ত, শিবানী রঘুবংশীর সঙ্গে অভিনয় করেছেন রাগিণী। এতটাই ডার্ক সেই চরিত্র যে, ক্রিমিনাল সাইকোলজি নিয়ে রীতিমতো পড়াশোনা করতে হয়েছিল অভিনেত্রীকে। ‘‘পরিচালকও সাহায্য করেছিলেন খুব। উনি যেহেতু আদতে থিয়েটারের মানুষ, তাই নিজেও অভিনয়টা দুর্দান্ত করেন। অনেক কিছু শিখেছি ওঁর সঙ্গে কাজ করে,’’ পরিচালক সুমন মুখোপাধ্যায় সম্পর্কে বললেন রাগিণী। সত্যি ঘটনা অবলম্বনে সাংবাদিক প্রফুল শাহের রিসার্চ এবং নিমিশা মিশ্রের চিত্রনাট্যের উপরে ভিত্তি করে সুমন তৈরি করেছেন ‘পোশম পা’। ‘পোশম পা ভাই পোশম পা’ ছড়া কেটে ছোটবেলায় খেলত দু’টি মেয়ে। যার শেষ লাইন, ‘অব তো জেল মে যানা পড়েগা’। এই লাইনটাই যে তাদের জীবনে এক দিন সত্যি হয়ে যাবে, তা কখনও ভাবেনি তারা। নিজের চরিত্রকে আয়ত্তে আনতে ‘পাল্প ফিকশন’-এর মতো ছবি দেখেছেন, মনস্তত্ত্ববিদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সেশনে অংশ নিয়েছেন রাগিণী। অনলাইন প্ল্যাটফর্মে বা অন্য ধারার ছবিতে সায়নী গুপ্ত, শিবানী রঘুবংশীরা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত অভিনেত্রী। তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কেমন লাগল? ‘‘আমরা প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সায়নী যেমন তুখড় অভিনেত্রী। ওর সঙ্গে স্ক্রিন শেয়ার করলেও অনেক কিছু শেখা যায়,’’ বললেন রাগিণী।

Advertisement

দীর্ঘ দিন ধরে ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। ‘সসুরাল গেন্দাফুল’, ‘ভাস্কর ভারতী’র মতো ধারাবাহিক থেকে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন। ছোট পর্দা ছেড়ে এখন কি তা হলে অনলাইন প্ল্যাটফর্মে মন দিয়েছেন? জবাবে রাগিণী বললেন, ‘‘টেলিভিশন আমার শিকড়। সেটাকে কী করে ভুলে যাব! অভিনেতা হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্ম এক্সপ্লোর করাই তো আমার কাজ।’’ আর ছবি? ‘‘সেই প্রস্তাবও আসে, তবে খুব কম,’’ খানিক হতাশ শোনাল রাগিণীকে। তবে কাজ বাছার ব্যাপারে অনেকটাই চুজ়ি হয়ে গিয়েছেন এখন, জানালেন অভিনেত্রী। বললেন, ‘‘কনটেন্ট ভাল না হলে সেই কাজ করব না বলেই ঠিক করেছি এ বার থেকে। জনপ্রিয়তা যা পাওয়ার সেটা তো টিভি আমাকে দিয়েছেই। এ বার ভাল মানের কাজে মন দিতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন