রহমানের শোয়ে গোপনীয়তাই প্রাধান্য। ছবি: সংগৃহীত।
আমেরিকার রক ব্যান্ড কোল্ড প্লে-র একটি কনসার্টে গিয়েছিলেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন। একা নন, সঙ্গে ছিলেন সহকর্মী। তাঁর সংস্থারই চিফ পিপ্ল অফিসার (এইচআর) ক্রিস্টিন ক্যাবট। কনসার্টে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই দৃশ্য আচমকা ভেসে ওঠে ‘কিস্ ক্যাম’ স্ক্রিনে। যা গোটা বিশ্ব দেখতে পায়।
সিইও-র সঙ্গে সহকর্মীর সম্পর্ক নিয়ে শুরু হয় চর্চা। বিবাহ-বহির্ভূত এই সম্পর্ক সমাজমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, কনসার্টের শয়ে শয়ে শ্রোতার ভিড়ে আচমকা তাঁদের মুখে আলো পড়েছে। কয়েক সেকেন্ড দু’জনেই থমকে গিয়েছিলেন। তার পর মুখ ঘুরিয়ে নেন। লুকোনোর চেষ্টা করেন। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। যদিও এই ঘটনার পর সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যান্ডি। তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন স্ত্রী।
মাত্র কয়েক সেকেন্ডের পুরো জীবনটাই ওলট পালট হয়ে গিয়েছে তাঁর। এর পরই শুরু হয়েছে আলোচনা। বড় গানের অনুষ্ঠানে যেতে দর্শকদের অনেকেই নাকি ইতস্তত বোধ করছেন। গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বার নিজের অনুষ্ঠান নিয়ে দর্শকদের আশ্বস্ত করলেন এআর রহমান।
প্রায় সারা বছরই বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অনুষ্ঠান করেন রহমান। খুব শীঘ্রই আমেরিকা সফর শুরু করবেন তিনি। টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে রহমানের। সেখানে দর্শকের উদ্দেশে হাত নেড়ে বলেন, ‘‘নিশ্চিন্তে আসুন, আমার অনুষ্ঠানে এলে ঝামেলা পোহাতে হবে না।’’
এক দিকে রহমান যেমন দর্শকদের আশ্বস্ত করলেন একই সঙ্গে ‘ক্লোড প্লে’-এর উদ্দেশে ব্যাঙ্গাত্মক মন্তব্যই করলেন।