Entertainment News

২০১৭ নিয়ে কেন উত্তেজিত রাইমা?

একসঙ্গে পাঁচটা ছবি, তাও আবার একই বছরে। হবে নাই বা কেন বলুন? নায়িকার নাম যে রাইমা সেন। ২০১৭-তে তাঁর পর পর পাঁচটি ছবি মুক্তি পাবে। আর তা নিয়ে এখন থেকেই উত্তেজিত তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ১৮:০৮
Share:

একসঙ্গে পাঁচটা ছবি, তাও আবার একই বছরে। হবে নাই বা কেন বলুন? নায়িকার নাম যে রাইমা সেন। ২০১৭-তে তাঁর পর পর পাঁচটি ছবি মুক্তি পাবে। আর তা নিয়ে এখন থেকেই উত্তেজিত তিনি।

Advertisement

রাইমার কথায়, ‘‘এত ভাল ভাল কাজ আসছে আমার নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে। ২০১৬ তে খুব পরিশ্রম করে কাজ করেছি। অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। আশা করছি দর্শকদের আমার কাজ ভাল লাগবে।’’

২০১৭-র প্রথম দিকে মুক্তি পাবে রাইমার হিন্দি ছবি ‘থ্রি দেব’। এই মুহূর্তে দু’টি থ্রিলার ছবির শুটিং করছেন নায়িকা। একটি কে কে মেননের সঙ্গে ‘ভদকা ডায়েরিজ’। অন্য ছবিটির নাম ‘বারাণসী’। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটি ইন্দো-আর্জেন্টাইন ছবি ‘থিঙ্কিক অফ হিম’-এ অভিনয় করলেন তিনি। আগামী বছরেই মুক্তি পাবে ওই ছবিটিও।

Advertisement

আরও পড়ুন, রেগে গিয়ে রাইমার স্ক্রিপ্ট পুড়িয়ে দিয়েছিলেন পরিচালক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement