Entertainment News

চার পেরিয়ে পাঁচে পা, আগামিকাল থেকে নন্দনে ‘রেনবো জেলি’

ঠিক চার সপ্তাহ আগে মুক্তি পেয়েছিল সৌকর্যর এই ছবি। আগামিকাল ‘রেনবো জেলি’র  চার পেরিয়ে পাঁচ-এ পা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ১৯:৫০
Share:

‘রেনবো জেলি’র একটি দৃশ্যে মহাব্রত।

ঘোতনের বয়স কত?

Advertisement

কোন ঘোতন?

সৌকর্য ঘোষালের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রেনবো জেলি’র ঘোতন, অর্থাত্ মহাব্রত।

Advertisement

মহাব্রতর বয়স জানতে চাইনি। প্রশ্ন হল, ঘোতনের বয়স? কতই বা হবে?

হিসেব কষছেন হয়তো। কিন্তু উত্তরটা খুব সহজ। ঘোতনের বয়স চার সপ্তাহ মাত্র।

না! এতে অবাক হওয়ার কোনও কারণ নেই। ছবিটা রিলিজ না হলে ঘোতনের জন্ম হত কি?

ঠিক চার সপ্তাহ আগে মুক্তি পেয়েছিল সৌকর্যর এই ছবি। আগামিকাল ‘রেনবো জেলি’র চার পেরিয়ে পাঁচ-এ পা।

আরও পড়ুন, ‘অনস্ক্রিন ন্যুডিটি নিয়ে আমার সমস্যা নেই, তবে...’

এই চার সপ্তাহে অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছে ঘোতন। দর্শক প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই ছবিকে। শ্রীলেখা মিত্র, কৌশিক সেনের অভিনয় নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। এ বার আরও এক ধাপ এগোল এই ছবি। আগামিকাল থেকে নন্দন ১-এ ৩.৪৫ মিনিটের শো-এ দেখানো হবে এই ফুড ফ্যান্টাসি।

এই খবরে স্বভাবতই খুশি সৌকর্য। এ যেন ঘোতনের সঙ্গে গোটা ইউনিটের জিতে যাওয়ার গল্প। পাশাপাশি হায়দরাবাদ ফিল্ম ফেস্টিভ্যালেও দিন কয়েকের মধ্যে দেখানো হবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement