(বাঁ দিকে) শুভশ্রীর কোলে মেয়ে ইয়ালিনি (ডান দিকে) বাবার রাজের কোলে ইউভান। ছবি: সংগৃহীত।
২০২৫ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কর্মজীবনে এক অনন্য বছর। একের পর এক ছবিমুক্তি, সঙ্গে ওয়েব সিরিজ়। এই মুহূর্তে তিনি যাতেই হাত দিচ্ছেন, তাতেই নাকি ফলছে সোনা। তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে। তাই জন্মদিনেও ছুটি নেই। আপাতত দুমকায় চলছে তাঁর আগামী ছবি ‘ওয়েটিং রুম’-এর শুটিং। মায়ের জন্মদিনে বাবা রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ট্রেনে চেপে সেখানেই গেল ইউভান। পুত্র কোন আয়োজন করল?
৩ নভেম্বর শুভশ্রীর জন্মদিন। এলাহি আয়োজন বা বড় করে পার্টি নয় বরং কাজের মধ্যেই নিজেকে নিমগ্ন রেখেছেন অভিনেত্রী। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবির শুটিংয়ে শহর থেকে, পরিবার থেকে কয়েকশো কিলোমিটার দূরে রয়েছেন শুভশ্রী। মা বাড়ি না থাকলেও তাঁকে চমকে দিতে বাবা রাজের সঙ্গে পরিকল্পনা করে সেখানেই পৌঁছে গেল ইউভান। যদিও বোন ইয়ালিনি বাড়িতেই রয়েছে। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে রাজ বলেন, ‘‘শুভশ্রী কাজের মধ্যে রয়েছে। এর থেকে বড় উদ্যাপন আর কী-ই বা হতে পারে! তবে রবিবার রাতে ইউভান আমাকে বলে দেয় মায়ের জন্য ফুল ও কেক নিয়ে আসতে। সেই পরিকল্পনা অনুযায়ী ট্রেনে চেপে চলে আসি দুমকায়।’’
ইয়ালিনি নাকি বেশ দুষ্টু হয়ে উঠছে। তাই এতটা ট্রেনের সফরে মেয়েকে নিয়ে যাননি পরিচালক। বাবা-ছেলে মিলেই মাকে চমকে দিয়েছেন। এ ছা়ড়াও রাজ জানান, রবিবার মধ্যরাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় দেখেছেন। আর শুভশ্রী নিজে ক্রিকেটপ্রেমী, তাই স্ত্রীর আনন্দে বেজায় খুশি পরিচালক।