ফাঁড়া কাটল রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। ছবি: ফেসবুক।
বড় ফাঁড়া কাটিয়ে উঠলেন রাজ চক্রবর্তী এবং তাঁর পরিবার। নতুন বছর উদ্যাপনে সপরিবার বিদেশে গিয়েছিলেন তাঁরা। খবর, পুত্র ইউভান, কন্যা ইয়ালিনিকে নিয়ে তাইল্যান্ড উড়ে গিয়েছিলেন।
বছরশেষে মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে ‘নটী বিনোদিনী’র ভূমিকায় তাঁর অভিনয় দর্শক প্রশংসিত। রাজও শেষ করেছেন তাঁর আগামী ছবি ‘হোক কলরব’-এর শুটিং। এত ব্যস্ততার মধ্যে সামান্য সময় চুরি করে নতুন বছরকে সপরিবার স্বাগত জানাতে এবং নিজেদের মতো করে সময় কাটাতে সমুদ্রদ্বীপে পৌঁছে গিয়েছিলেন তাঁরা।
শুভশ্রী, ইয়ালিনি, ইউভান তাইল্যান্ডে। ছবি: ফেসবুক।
সেখানে মা-মেয়ে বিকিনিসুন্দরী! আইসক্রিম নিয়ে আনন্দে মেতেছিল ইউভান। স্ত্রী, পুত্র, কন্যার ছবি তুলেছেন রাজ। তাইল্যান্ডে মধ্যরাতে বর্ষবরণে মেতেছিলেন ‘রাজশ্রী’।
চক্রবর্তী পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, ফেরার পথেই বিপত্তি। মাঝ-আকাশে হঠাৎ বিমানে গোলযোগ। যাত্রীদের প্রাণরক্ষা করতে তড়িঘড়ি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন চালক। তাঁর এই সিদ্ধান্তেই বাকি যাত্রীদের সঙ্গে সপরিবার প্রাণে বাঁচেন চক্রবর্তী দম্পতিও। যদিও তখন নাকি বিমানের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন অনেকেই।
বিপদ কাটতেই ফের কাজের মেজাজে কর্তা-গিন্নি। শুভশ্রী ব্যস্ত তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে। রাজ উত্তর কলকাতায় তাঁর আগামী সিরিজ় ‘আবার প্রলয় ২’-এর শুটিং শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজের শুটিং শেষ।