Samantha Ruth Prabhu

সমান্থার সঙ্গে মধুচন্দ্রিমায় রাজ! ‘রাতে ঘুম হচ্ছে না’, কেন বললেন প্রাক্তন স্ত্রী শ্যামলী?

বিয়ের পরের দিন নিভৃতে সময় কাটাতে মধুচন্দ্রিমায় গিয়েছেন যুগলে। এ বার ফের সতর্কবার্তা দিলেন সমান্থার স্বামীর প্রাক্তন স্ত্রী শ্যামলী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৩
Share:

(বাঁ দিকে) সমান্থা ও রাজ নিদিমোরু, (ডান দিকে) শ্যামলী দে। ছবি: সংগৃহীত।

১ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ে করলেন সমান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু। তার পর থেকেই একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। শোনা যায়, শ্যামলীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই সমান্থাকে বিয়ে করে বসেন রাজ। যদিও এ ক্ষেত্রে রাজের পরিবার সমান্থার পাশে দাঁড়িয়েছে। বিয়ের পরের দিন মধুচন্দ্রিমায় গিয়েছেন দম্পতি। ফের কোন সতর্কবার্তা দিলেন শ্যামলী?

Advertisement

শ্যামলী নিজের সমাজমাধ্যমে স্পষ্ট জানান, গত কয়েক দিন ধরে রাতে ঘুমোতে পারছেন না। যদিও অনেকেই তাঁর বর্তমান অবস্থা জানতে চেয়েছেন, কেউ কেউ আবার তাঁর মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের সকলকেই কৃতজ্ঞতা জানান শ্যামলী। পাশপাশি তিনি একটা বিষয় পরিষ্কার করে দেন যে, এই মুহূর্তে কোনও ধরনের সাক্ষাৎকার কাউকে দিতে চান না তিনি।

শ্যামলীর কথায়, ‘‘আমার কোনও জনসংযোগ আধিকারিক নেই, আমার সমাজমাধ্যমের পাতার দেখভাল নিজেই করি। এর মধ্যে আমার দীক্ষাগুরুর ক্যানসার ধরা পড়েছে। গোটা শরীরে এই মারণরোগ ছড়িয়ে প়ড়েছে তাঁর। আশা করি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছেন। আমাকে এখন পুরো মনোযোগ একটা জায়গায় দিতে হবে। তাই যাঁরা নাটক খুঁজছেন, কাদা ছোড়াছুড়ি দেখতে চাইছেন, তাঁরা আসতে পারেন। আমি কোনও ধরনের সংস্থার হয়ে প্রচার করতে বা কাউকে সাক্ষাৎকারে দিতে কিংবা কারও থেকে সহানুভূতি পেতে রাজি নই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement