সন্তানকে নিয়ে কেমন দিন কাটাচ্ছেন ভিকি-ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।
গত ৭ নভেম্বর ভূমিষ্ঠ হয় ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের পুত্রসন্তান। বিয়ের পর থেকেই হাতে গোনা কাজ করছিলেন ক্যাটরিনা। গত দু’বছরে একটি ছবি হাতে নেননি। অবশেষে ভিকি-ক্যাটের সংসারে নতুন অতিথি। সন্তান হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি অভিনেত্রীকে। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসেছিলেন ভিকি। পুত্র হওয়ার পরের অনুভূতি কেমন, জানিয়েছেন তিনি।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনা জানান, সংসারে আসছে নতুন সদস্য। স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”
বাবা হওয়ার পরে খুশি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না ভিকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘‘এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হল বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম এই দিনটা যেদিন আসবে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। আসলে এই মুহূর্তে যেন মাটির মানুষ করে দিল আমাকে।’’ এখন ছেলের নাম ঠিক করেননি তাঁরা। ছেলেকে প্রকাশ্যেও আনেননি। তবে খুবই শীঘ্রই ছেলের নাম ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন ভিকি।