(বাঁ দিকে) রাজ ও সামান্থা বিয়ের পর। (ডান দিকে) রাজের প্রথম স্ত্রী শ্যামলী। ছবি: সংগৃহীত।
নাগ চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনে ইতি টানার পর দীর্ঘদিন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছেন সমান্থা রুথ প্রভু। বিচ্ছেদের প্রায় চার বছরের মাথায় পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয় বার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সমান্থা। তাঁর মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে। ২০২৩ সালেও পরিচালকের সঙ্গে আদুরে ছবি ভাগ করতেন তাঁর প্রথম স্ত্রী শ্যামলী। কিন্তু, ইতিমধ্যেই বদলে গেছে সমীকরণ। রাজ এখন সমান্থার স্বামী। এর মাঝেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, রাজ নাকি এখনও শ্যামলীর স্বামী!
২০২৪ সাল থেকে রাজের সঙ্গে বিভিন্ন ছবি দিতে শুরু করেন সমান্থা। যত বার রাজ-সমান্থার ছবি প্রকাশ্যে এসেছে, তত বারই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শ্যামলী। ১ ডিসেম্বর সকালে যখন রাজ ও সমান্থার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে, সেই সময়ে শ্যামলী লেখেন, ‘‘বেপরোয়া মানুষদের বেপরোয়া সিদ্ধান্ত।’’
এর পর থেকেই শ্যামলী সমাজমাধ্যমের পাতায়, রাজের সঙ্গে তোলার ছবির মন্তব্যবাক্সে সমান্থাকে দুষছেন এক দল নেটাগরিক। এ বার শ্যামলীর ঘনিষ্ঠ বান্ধবী ভাবনা তপাডিয়াও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। রাজের প্রাক্তন স্ত্রীকে একটি পোস্টে ট্যাগ করে লেখেন, ‘‘যাঁরা আমাকে জিজ্ঞাসা করছেন, তাঁদের উদ্দেশে বলছি, শেষ যখন ওকে দেখেছি তখনও ও বিবাহিত ছিল। আর শেষ বার বলতে এই মুহূর্তকে বোঝাচ্ছি।’’ প্রশ্ন উঠছে, তবে কি শ্যামলীর সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার আগেই সমান্থাকে বিয়ে করে ফেললেন রাজ! যদিও রাজ কখনও নিজের ব্যক্তিগতজীবন নিয়ে কোনও মন্তব্য করেননি। এমন তথ্য ছড়িয়ে পড়ার পরেও কি নীরব থাকবেন তিনি?