Rajeev-Charu Controvercy

গরিব গরিব খেলা? চারুর পোশাক-ব্যবসা নিয়ে কোন সত্য প্রকাশ্যে আনলেন সুস্মিতা সেনের ভাই?

অবশেষে মুখ খুললেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। তাঁর দাবি, প্রাক্তন স্ত্রী চারু যা প্রমাণ করতে চেষ্টা করছেন, আদৌ সেটা নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৫:৫৪
Share:

চারু আসোপা কি জ়িয়ানাকে রাজীব সেনের থেকে দূরে রাখছেন? ছবি: সংগৃহীত।

নতুন করে চর্চায় সুস্মিতা সেনের প্রাক্তন ভ্রাতৃবধূ অভিনেত্রী চারু আসোপা। সম্প্রতি, সমাজমাধ্যমে পোশাক বিক্রি করতে দেখা গিয়েছে তাঁকে। এ-ও জানা গিয়েছে, মুম্বইয়ে জীবনযাপন যথেষ্ট ব্যয়বহুল। তাই মেয়ে জ়িয়ানাকে নিয়ে মুম্বই ছাড়তে বাধ্য হয়েছেন। আপাতত তিনি রাজস্থানের বিকানেরে ফিরে গিয়েছেন। চারুর বড় জন্ম, বেড়ে ওঠা এই শহরেই।

Advertisement

প্রাক্তন বিশ্বসুন্দরীর ভাইয়ের বৌ অনলাইনে রাজস্থানি পোশাক বিক্রি করছেন, এই ভিডিয়ো ছড়াতেই শোরগোল বলিউডে। চর্চা বাড়তেই মুখ খুলেছেন চারুর প্রাক্তন স্বামী রাজীব সেন। তিনিও সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে জানিয়েছেন, চারু যতটা দেখাচ্ছেন ততটা দরিদ্র তিনি নন। সুস্মিতার ভাইয়ের দাবি, “প্রমোদতরীতে ভ্রমণের সামর্থ্য রাখে চারু।”

কেবল এই একটি মন্তব্য করেই চুপ করে থাকেননি রাজীব। তাঁর দাবি, একমাত্র কন্যা জ়িয়ানাকে তাঁর থেকে সরিয়ে রাখার কৌশলও রপ্ত চারুর। চারু মেয়েকে নিয়ে রাজস্থানে, এই খবর জেনে দিল্লি থেকে প্রাক্তন স্ত্রীকে ফোন করেছিলেন তিনি। মেয়েকে দেখতে চেয়েছিলেন। চারু নাকি তাতে উচ্চবাচ্য করেননি! অথচ সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, তাঁর শহরে রাজীবকে স্বাগত। শুধু এ দিন নয়, বিচ্ছেদের পর থেকেই মেয়েকে নাকি বাবার কাছে ঘেঁষতে দিচ্ছেন না তিনি। রাজীবের আফসোস, “মাঝখান থেকে আমাদের ছোট্ট মেয়েটা কষ্ট পাচ্ছে। ওর ছেলেবেলা নষ্ট হয়ে যাচ্ছে।”

Advertisement

একদা অভিনেত্রী এখন অনলাইন পোশাক বিক্রেতা। এই বিষয়ে কী মত রাজীবের? এতে কি কোনও ভাবে সেন পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে?

এই প্রশ্নেরও জবাব দিয়েছেন সুস্মিতার ভাই। অভিনেতার দাবি, “চারু পরিশ্রম করে উপার্জন করছে, দেখে খুব ভাল লাগছে।” এ-ও জানিয়েছেন, চারু কিন্তু এর আগে তাঁর ভাই এবং ভাইয়ের স্ত্রীকে নিয়ে প্রমোদতরীতে ভ্রমণ করতে গিয়েছিলেন। সে সময়ে তিন জনের খরচ একা দিয়েছিলেন চারুই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement