Rajkumar Rao

‘ট্র্যাপড’ ছবির একটি দৃশ্যের জন্য নিজেকে রক্তাক্ত করেছেন ইনি!

ফিল্ম ‘ওয়াটার’-র জন্য নিজের মাথা মুড়িয়ে ফেলেছিলেন শাবানা আজমি। সাম্প্রতিক ছবি ‘দঙ্গল’-এর জন্য আমির নিজের ওজন বাড়িয়ে ৯৫ কিলোগ্রাম করে ফেলেছেন। ফিল্মে চরিত্রের তাগিদে অভিনেতারা এমন আকছারই করে থাকেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০৯:৫৬
Share:

ফিল্ম ‘ওয়াটার’-র জন্য নিজের মাথা মুড়িয়ে ফেলেছিলেন শাবানা আজমি। সাম্প্রতিক ছবি ‘দঙ্গল’-এর জন্য আমির নিজের ওজন বাড়িয়ে ৯৫ কিলোগ্রাম করে ফেলেছেন। ফিল্মে চরিত্রের তাগিদে অভিনেতারা এমন আকছারই করে থাকেন। কিন্তু এ সব কিছুকেই ছাপিয়ে গিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। একটি ফিল্মের শুটিংয়ে নিজেকেই রক্তাক্ত করে ফেললেন তিনি। শুধুমাত্র অভিনয়ে মৌলিকত্ব বজায় রাখার জন্য!

Advertisement

বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘ট্র্যাপড‌্’ ছবির সম্প্রতি শুটিং শেষ হয়েছে। ছবিটির মুক্তির তারিখ এখনও স্থির হয়নি। কিন্তু মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হয়। সেখানে রাজকুমারের অভিনয় দেখে তাজ্জব হয়ে যান দর্শক থেকে পরিচালকরা। ছবির একটি দৃশ্যে রাজকুমারকে রক্তাক্ত অবস্থায় দেখানো হয়েছে। জানা যায়, ওই দৃশ্যে অভিনয় রিয়েল দেখানোর জন্য তিনি নাকি সত্যিই নিজেকে রক্তাক্ত করেছেন। অসাধারণ অভিনয় ও নিষ্ঠার জন্য রাজকুমার এবং পরিচালক বিক্রমাদিত্যকে অভিনন্দন জানান ফেস্টিভ্যালে উপস্থিত সকলে।

রাজকুমারও পরে ছবিতে তাঁর এই দৃশ্যের সত্যতা স্বীকার করেন। তবে মুক্তির আগে ছবির গোপনীয়তা বজায় রাখতে এই দৃশ্য নিয়ে বেশি কিছু খোলসা করতে চাননি তিনি। শুধু বলেন, ‘‘এই দৃশ্যে সত্যি নিজের রক্তপাত ঘটানোর প্রয়োজন ছিল। তা না হলে অভিনয়ে মৌলিকত্ব বজায় রাখা যেত না। আমরা সকলেই খুশি।’’

Advertisement

তবে শুধু এই ঘটনাই নয়, এই ছবির জন্য রাজকুমার আরও অনেক পরিশ্রম করেছেন। ছবিতে তাঁর ‘সার্ভাইভাল জার্নি’ ফুটিয়ে তোলার জন্য ২০ দিন ধরে তিনি শুধু এক কাপ কফি এবং একটি করে গাজর খেয়ে কাটিয়েছেন।

আরও পড়ুন: বিগ বসে ফ্লপ ছবি নিয়ে রণবীর কপূরকে খোঁচা দিলেন সলমন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement