দুই থেকে তিন হতে চলেছেন রাজকুমার-পত্রলেখা। ছবি: সংগৃহীত।
কয়েক দিন ধরেই শিরোনামে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্রের জন্য চূড়ান্ত হয়েছে অভিনেতার নাম। খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। কলকাতায় গত বছর থেকেই আসা-যাওয়া বাড়িয়েছেন। এমনিতেই স্ত্রী পত্রলেখার সূত্রে কলকাতার সঙ্গে যোগ রয়েছে তাঁর। দীর্ঘ দশ বছরের প্রেম। ২০২১-এ বিয়ে। বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত রাজকুমার রাও ও পত্রলেখা। বিয়ের সাড়ে তিন বছরের মাথায় সুখবর দিলেন অভিনেতা। বাবা হতে চলেছেন। রাজকুমার লেখেন, ‘খুব শীঘ্রই সন্তান আসছে, আনন্দে আত্মহারা।’
রাজকুমারকে প্রথম বার ‘লাভ সেক্স অউর ধোকা’ ছবিতে দেখেছিলেন পত্রলেখা। তাঁর কথায়, ‘‘ও রকম অদ্ভুত চরিত্রে অভিনয় করতে দেখে রাজকুমারকে আমি অদ্ভুতই ভেবেছিলাম।’’ কিন্তু রাজকুমার তাঁর প্রেমিকাকে একটি বিজ্ঞাপনে প্রথম দেখেছিলেন। পরমুহূর্তে তাঁর মাথায় একটিই ভাবনা খেলে যায়, ‘‘আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই। ইশ্, যদি কখনও দেখা করতে পারি!’’ যেমন ভাবা তেমন কাজ। পত্রলেখাকে প্রথম বার দেখার পর অভিনেতার মায়ের পছন্দ হয়ে যায়। ২০২১ সালে চার হাত এক হয় তাঁদের। যদিও বিয়ের আগে একাধিক বার জানিয়েছেন, সন্তান নিয়ে তাঁদের কোনও পরিকল্পনা নেই। কিন্তু সেই পত্রলেখা ও রাজকুমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তবে সন্তানের জন্মের তারিখ প্রকাশ্যে আনেননি।