রজনীকান্তের নয়া অবতার

প্রত্যেক বছর সেলুলয়েডে নতুন নতুন অবতারে দেখা দিয়ে ভক্তদের চমকে দেওয়াই তাঁর শখ! এ বছর তাহলে কোন অবতারে দেখা দিচ্ছেন রজনীকান্ত? সদ্য মুক্তি পেয়েছে রজনীকান্তের নতুন ছবি ‘কাবালি’-র ফার্স্ট লুক পোস্টার। সেখানে দু’ দুটো নয়া অবতারে নিঃসন্দেহে চমক জাগিয়েছেন দক্ষিণী সুপারস্টার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৬
Share:

প্রত্যেক বছর সেলুলয়েডে নতুন নতুন অবতারে দেখা দিয়ে ভক্তদের চমকে দেওয়াই তাঁর শখ! এ বছর তাহলে কোন অবতারে দেখা দিচ্ছেন রজনীকান্ত?

Advertisement

সদ্য মুক্তি পেয়েছে রজনীকান্তের নতুন ছবি ‘কাবালি’-র ফার্স্ট লুক পোস্টার। সেখানে দু’ দুটো নয়া অবতারে নিঃসন্দেহে চমক জাগিয়েছেন দক্ষিণী সুপারস্টার।

ছবির দুটো পোস্টারের মধ্যে একটা তৈরি হয়েছে সর্বভারতীয় দর্শকের কথা মাথায় রেখে। সেই পোস্টারটার ভাষাও ইংরেজি। আর একটা পোস্টার তৈরি হয়েছে দক্ষিণী ভাষাতেই, দক্ষিণী ছবির পোস্টারের ঘরানা মেনে।

Advertisement

প্রথম পোস্টারে দেখা যাচ্ছে, একটা ঘরে নরম সোফায় পায়ের উপর পা তুলে বসে আছেন সুটেড-বুটেড সুপারস্টার। একটা হাত মাথার পিছনে রাখা। আর তাঁর পিছনেই কাচের জানলা দিয়ে দেখা যাচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার।

অন্য পোস্টারে প্রথামাফিক শত্রু দমন করছেন দক্ষিণ ভারতের ডন কাবালিশ্বরণ!

তবে, ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেলেও ছবি মুক্তি পেতে ভালই সময় লাগবে। পোস্টার মুক্তির পরেই সদ্য শুরু হয়েছে ‘কাবালি’ ছবির শুটিং। কথা আছে, চেন্নাই এবং মালয়েশিয়ায় ছবির শুটিং হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement