Entertainment News

ফেরারিতে চড়ে প্রথম সেলফি ভিডিও তুললেন এই সুপারস্টার

তিনি চালকের পাশের আসনে। সেই পরিচিত মুখে, পরিচিত হাসি। সেই ফেরারিতে বসেই বিদেশের মাটিতে প্রথম সেলফি ভিডিও তুললেন তিনি। ভিডিও দেখে চিনে নিতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১৪:১১
Share:

‘ফেরারি কি সওয়ারি’ সুপারস্টার।

হুড খোলা ফেরারি ছুটে যাচ্ছে প্রচণ্ড গতিতে। তিনি চালকের পাশের আসনে। সেই পরিচিত মুখে, পরিচিত হাসি। সেই ফেরারিতে বসেই বিদেশের মাটিতে প্রথম সেলফি ভিডিও তুললেন তিনি।

Advertisement

ভিডিও দেখে চিনে নিতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। থালাইভাকে চেনেন না এমন মানুষ এ দেশে খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে, সুপারস্টার রজনীকান্তকে নিয়েই। বেশ কিছু দিন ধরেই শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল রজনীর। ‘কাবিল’ ও ‘২.০’ ছবির টানা শুটিং করার পর থেকেই নানা রকম সমস্যায় ভুগছিলেন তারকা। সেই কারণেই বুধবার রাতে মেয়ে ঐশ্বর্যার সঙ্গে আমেরিকায় পাড়ি দিয়েছেন তিনি। উদ্দেশ্য মেডিক্যাল চেকআপ। জানা গিয়েছে, সমস্ত কাজ সেরে জুলাইয়ের মাঝামাঝি হয়তো দেশে ফিরতে পারেন নায়ক।

আরও পড়ুন: ‘কভি খুশি কভি গম’-এর সেই কৃষ এখন কেমন দেখতে?

Advertisement

ভিন্‌দেশে গিয়ে ফেরারি চড়ে একটু হাওয়া খেতে বেরিয়েছিলেন নায়ক। তখনই ভিডিওটি রেকর্ড করেন তিনি। তবে ভিডিও রেকর্ডের আগে রজনীকে বলতে শোনা যায়, ‘লাল বোতামটা টিপতে হবে, তাই তো?’ বোঝাই যায়, ভিডিও রেকর্ডিং-এ তিনি খুব একটা সড়গড় নন।

দেখুন সেই ভিডিও

ফলে প্রাথমিক ভাবে কিছুটা জড়তা ছিল তাঁর মধ্যে। পরে অবশ্য কোনও রকম বিঘ্ন ছাড়াই ভিডিওটি রেকর্ড করেন রজনী। বৃহস্পতিবার সকালে ফেসবুকে ভিডিওটি পোস্টও করা হয়। নিজের রেকর্ড করা ভিডিও এই প্রথম পোস্ট করলেন থালাইবা। পোস্ট করার সঙ্গেই ভাইরাল হয় সেটি।

ছবি ও ভিডিও: লিটল আউল স্টুডিওস ফেসবুক পেজের সৌজন্যে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement