Web-series

The Family Man 2: ‘তাণ্ডব’-এর পরে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’, ওয়েবসিরিজে নিষেধাজ্ঞার দাবি তুললেন সাংসদ

মুক্তির আগেই এই ওয়েবসিরিজ নিষিদ্ধ করার দাবি তুললেন রাজ্য সভার সাংসদ ভাইকো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৩:২৯
Share:

‘দ্য ফ্যামিলি ম্যান ২’

এ বারে কোপ মনোজ বাজপেয়ী এবং সামান্থা আক্কিকেনি অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ। মুক্তির আগেই এই ওয়েবসিরিজ নিষিদ্ধ করার দাবি তুললেন রাজ্য সভার সাংসদ ভাইকো।

Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে চিঠি পাঠালেন ভাইকো। দ্য‘ ফ্যামিলি ম্যান ২’-এর সম্প্রচারে নিষেধাজ্ঞার দাবি জানালেন তিনি। তাঁর অভিযোগ, ওয়েবসিরিজের গল্প তামিলদের ভাবাবেগে আঘাত করেছে। চিঠিতে ভাইকো জানিয়েছেন,ওয়েবসিরিজের যে ঝলক মুক্তি পেয়েছে, তাতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগে থাকা আইএসআই জঙ্গী সংগঠনের সদস্য হিসেবে দেখানো হয়েছে তামিলদের। চিঠিতে তামিলদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেছেন তিনি। তামিল ইলম যোদ্ধাদের ত্যাগ স্বীকারকে সন্ত্রাসবাদী কাজ হিসাবে দেখানো হয়েছে বলেও দাবি তাঁর।

দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিকেনি এই ওয়েবসিরিজে যে চরিত্রে অভিনয় করেছেন, তার সঙ্গে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সংযোগ রয়েছে বলে দেখানো হয়েছে।

Advertisement

এর আগেও এই সিরিজ নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। তবে এখনও কেন্দ্রের কোনও জবাব আসেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন