Entertainment News

‘রাখি’ এবং ‘বন্ধন’কে নাকি আর দেখা যাবে না টিভিতে, কেন জানেন?

খুদে ‘রাখি’র চরিত্রে অভিনয় করছিল কৃতিকা চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকেই প্রথম অভিনয়ের হাতেখড়ি হয়েছিল তার। অন্যদিকে ‘বন্ধন’ অর্থাত্ সোহম বসু রায়চৌধুরি এর আগে বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১০
Share:

‘রাখি-বন্ধন’-এর দুই খুদে। ছবি: ইউটিউবের সৌজন্যে।

‘রাখি-বন্ধন’। ২০১৬-এর শেষের দিকে বাংলা টেলিভিশনে শুরু হয়েছিল এই জনপ্রিয় ধারাবাহিক। দু’বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি। দুই খুদে শিল্পী রাখি এবং বন্ধন দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু তাদের নাকি আর দেখা যাবে না এই ধারাবাহিকে। কেন জানেন?

Advertisement

খুদে ‘রাখি’র চরিত্রে অভিনয় করছিল কৃতিকা চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকেই প্রথম অভিনয়ের হাতেখড়ি হয়েছিল তার। অন্যদিকে ‘বন্ধন’ অর্থাত্ সোহম বসু রায়চৌধুরি এর আগে বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছে। কিন্তু এই চরিত্রটি তাকে জনপ্রিয়তা দিয়েছে অনেক বেশি। হঠাত্ই ধারাবাহিক থেকে কেন সরে গেল এই দুই শিল্পী?

না! ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে, এমন নয়। বরং গল্পে আসতে চলেছে নতুন মোড়। ফলে গল্প অনুযায়ী এই দুই ভাই-বোনের বয়স বাড়বে। দুই খুদে শিল্পীর বদলে অন্য দুই শিল্পীকে ‘রাখি-বন্ধন’-এর বড় বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সে কারণেই কৃতিকা এবং সোহম আপাতত বিদায় নিচ্ছে। গল্পে নতুন মোড় এই ধারাবাহিককে আরও কতটা জনপ্রিয় করবে, এখন সেটাই দেখার।

Advertisement

আরও পড়ুন, ‘সরাসরি মারো ঝাড়ি’... কাকে এ কথা বলছেন দেব?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement