আমিই ইন্দ্রাণীর পছন্দের অভিনেত্রী, দাবি রাখির

তাঁর পরবর্তী ছবি ‘এক কহানি জুলি কি’তে থাকছে সাম্প্রতিক শিনা বরা হত্যা মামলার ছায়া। শোনা যাচ্ছে, তিনি অভিনয় করবেন শিনা বরা হত্যা মামলায় ম়ূল অভিযুক্ত শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের চরিত্রে। তিনি রাখি সবন্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৪
Share:

তাঁর পরবর্তী ছবি ‘এক কহানি জুলি কি’তে থাকছে সাম্প্রতিক শিনা বরা হত্যা মামলার ছায়া। শোনা যাচ্ছে, তিনি অভিনয় করবেন শিনা বরা হত্যা মামলায় ম়ূল অভিযুক্ত শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের চরিত্রে। তিনি রাখি সবন্ত। নায়িকার নিজের দাবি, তিনিই ছিলেন ইন্দ্রাণীর সবচেয়ে পছন্দের অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘আমি ইন্দ্রাণীকে অনেক দিন ধরে চিনি। ‘ইয়ে হ্যায় জলবা’ এবং ‘জলবা ফোর টু কা ওয়ান’ শো করতে গিয়ে ওর স্বামী পিটারের সঙ্গেও আমার পরিচয় হয়েছিল। আমিই ছিলাম ইন্দ্রাণীর সবচেয়ে পছন্দের অভিনেত্রী।’’

Advertisement

‘এক কহানি জুলি কি’তে রাখির চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। তবে রাখি জানিয়েছেন, ইন্দ্রাণীকে অনেক কাছ থেকে চেনেন তিনি। তাঁর স্ট্রেসফুল জীবন এবং টাকার পিছনে তাঁর অবিরাম দৌড় তিনি সামনে থেকে দেখেছেন। তাই এই চরিত্রটি একমাত্র তিনিই পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন বলে দাবি তাঁর। ‘‘এখনও আমরা জানি না ঠিক কী হয়েছিল। আমার মনে হয় ইন্দ্রাণী অনেক কিছুই লুকোচ্ছে’’ জানিয়েছিন রাখি। চেতনা এন্টারটেনমেন্টের প্রযোজনায় খুব তাড়াতাড়ি ফ্লোরে যাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement