আবার বাবা হচ্ছেন রাম চরণ। ছবি: সংগৃহীত।
একের পর এক তারকা বাবা-মা হওয়ার খবর দিচ্ছেন। তালিকায় রয়েছেন ক্যাটরিনা-ভিকি, রাজকুমার-পত্রলেখারা। এ বার সুখবর দিলেন দক্ষিণী তারকা রাম চরণ। ফের বাবা হতে চলেছেন রাম চরণ। একটা সময় অভিনেতার স্ত্রী উপাসনা জানিয়েছিলেন, তাঁদের সন্তান নেওয়ার সময় নেই। এ বার দ্বিতীয় বার বাবা হতে চলেছেন অভিনেতা।
বিয়ের ১০ বছরের মাথায় কন্যাসন্তানের বাবা-মা হন রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা। মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। মেয়ের দু’বছর হতে না হতেই ফের সুখবর দিলেন তারকাদম্পতি। সরাসরি না হলেও অভিনেতার স্ত্রী লেখেন, ‘‘এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ বোধ করছি। খুব শীঘ্রই নতুন একটা শুরু করতে চলেছি।’’ অভিনেতা-পত্নীর এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে সকলেই কানাঘুষো শুরু করছেন তাহলে দ্বিতীয় বার বাবা হতে চলেছেন অভিনেতা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি আছে তারকাদম্পতির তরফে।