Sadhguru

সদ্‌গুরুর মেয়ের মতো ঔজ্বল্য চাই! ২ বছরের সন্তানকে কোন কঠিন নিয়মে বেঁধেছেন রামচরণের স্ত্রী?

রামচরণের স্ত্রী মেয়েকে বড় করে তুলেছেন সদ্‌গুরুর উপদেশ অনুযায়ী। ভাল লাগুক বা মন্দ— মেয়েকে সেই নিয়ম মেনেই চলতে হবে, জানান উপাসনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৪:১৯
Share:

সদ্‌গুরুর কোন কথা মেনে চলেন তারকা-পত্নী? ছবি: সংগৃহীত।

২০২৩-এর ২০ জুন হায়দরাবাদে কন্যাসন্তানের জন্ম দেন রামচরণের স্ত্রী উপাসনা। বিয়ের প্রায় ১১ বছরের মাথায় তাঁদের সংসার আসে নতুন সদস্য। এক সময় নিজেরাই জানিয়েছিলেন, তাঁরা কাজ নিয়ে এত ব্যস্ত ছিলেন যে পরিবার পরিকল্পনা করার সময় পাননি। কিন্তু ২০২২-এ সদ্‌গুরুর এক সাক্ষাৎকার নেন উপসনা। তার দিন কয়েকের মাথায় সুখবর দেন অভিনেতা-পত্নী। মেয়েকে বড়ও করে তুলেছেন তিনি সদ্‌গুরুর উপদেশ অনুযায়ী। ভাল লাগুক বা না লাগুক মেয়েকে সেই নিয়ম মেনেই চলতে হবে, জানান উপাসনা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে উপসনা জানান, তিনি মেয়ে ক্লিন কারার খাদ্যাভাসে রাগি রাখেন। সেটা অবশ্য সদ্‌গুরুর উপদেশ মেনেই। এ ছাড়াও প্রতিদিন মেয়ে ‘কাঞ্জি’ খাওয়ান। এটা একপ্রকারের পানীয় যা বিট, গাজর, সর্ষে ও জল দিয়ে তৈরি। প্রায় দুই তিন দিন জারিয়ে এটা পান করতে হয়। প্রোবায়োটিক হিসেবে খুবই উপকারি। সদ্‌গুরু-কন্যা তথা ভারতনট্টম নৃত্যশিল্পী রাধে জাগ্গি রোজ কাঞ্জি পান করেন। উপাসনার কথায়, ‘‘সদ্‌গুরুর মেয়ে রাধে জাগ্গিকে দেখুন, যেমন ত্বকের ঔজ্বল্য তেমনই ফিট। আর সদ্‌গুরু আমাকে বলেছিলেন প্রতিদিন মেয়েকে খাবারে রাগি দিতে। সেটা অক্ষরে অক্ষরে মেনে চলি। তেমনই কাঞ্জিও আমার মেয়েকে খেতেই হবে। কোন অন্য উপায় নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement