Entertainment News

শশিকলা সম্পর্কে অজানা তথ্য পর্দায় তুলে ধরবেন রামগোপাল

বাস্তব ঘটনাকে সেলুলয়েডে ফুটিয়ে তোলা তাঁর নেশার মতো। তাঁর বেশিরভাগ ছবির গল্পই রিয়েল লাইফ থেকে নেওয়া। তিনি পরিচালক রামগোপাল ভার্মা। এ বার তাঁর ফোকাসে ভি কে শশিকলা। যাঁকে নিয়ে সারা দেশ এখন সরগরম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৯
Share:

বাস্তব ঘটনাকে সেলুলয়েডে ফুটিয়ে তোলা তাঁর নেশার মতো। তাঁর বেশিরভাগ ছবির গল্পই রিয়েল লাইফ থেকে নেওয়া। তিনি পরিচালক রামগোপাল ভার্মা। এ বার তাঁর ফোকাসে ভি কে শশিকলা। যাঁকে নিয়ে সারা দেশ এখন সরগরম।

Advertisement

আরও পড়ুন, হাউস পার্টিতে কেমন নাচলেন সানি? দেখুন ভিডিও

আজ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় রামু জানিয়েছেন শশিকলার বায়োপিক তৈরি করবেন তিনি। যেটা দর্শকদের কাছে শকিং হবে। ছবির নাম হবে ‘শশিকলা’। পরিচালক টুইট করেছেন ‘ছবিতে শশিকলার সামনে ও পিছনে যা যা ঘটনা ঘটেছে সবই দেখানো হবে। মানারগুড়ির মাফিয়ারা পুরোটাই বুঝতে পারবেন।’ তাঁর দাবি ছবিতে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী শশিকলার সম্পর্কের আসল রসায়ন তুলে ধরা হবে। পরিচালক বলেছেন ‘‘জয়ললিতার সঙ্গে শশিকলার সম্পর্ক নিয়ে এমন কিছু তথ্য আমি পোয়েস গার্ডেনের এক ভৃত্যের কাছ থেকে পেয়েছি যা জানলে সাধারণ মানুষ অবাক হবেন। সে সব কিছুই দেখাবো আমার ছবিতে।’

Advertisement

আজ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় রামু জানিয়েছেন শশিকলার বায়োপিক তৈরি করবেন তিনি। যেটা দর্শকদের কাছে শকিং হবে। ছবির নাম হবে ‘শশিকলা’। পরিচালক টুইট করেছেন ‘ছবিতে শশিকলার সামনে ও পিছনে যা যা ঘটনা ঘটেছে সবই দেখানো হবে। মানারগুড়ির মাফিয়ারা পুরোটাই বুঝতে পারবেন।’ তাঁর দাবি ছবিতে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী শশিকলার সম্পর্কের আসল রসায়ন তুলে ধরা হবে। পরিচালক বলেছেন ‘‘জয়ললিতার সঙ্গে শশিকলার সম্পর্ক নিয়ে এমন কিছু তথ্য আমি পোয়েস গার্ডেনের এক ভৃত্যের কাছ থেকে পেয়েছি যা জানলে সাধারণ মানুষ অবাক হবেন। সে সব কিছুই দেখাবো আমার ছবিতে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement