অবিকল সঞ্জয়

বেশ রাখঢাক করেই শ্যুটিং চলছিল। কিন্তু তাও আটকানো গেল না। ছবি শিকারিদের হাতে এসে গেল সঞ্জয় দত্তর বায়োপিকে রণবীর কপূরের লুকের ছবি। একেবারে সঞ্জয়ের মতোই দেখতে লাগছে রণবীরকে।

Advertisement
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০০:০০
Share:

বেশ রাখঢাক করেই শ্যুটিং চলছিল। কিন্তু তাও আটকানো গেল না। ছবি শিকারিদের হাতে এসে গেল সঞ্জয় দত্তর বায়োপিকে রণবীর কপূরের লুকের ছবি। একেবারে সঞ্জয়ের মতোই দেখতে লাগছে রণবীরকে। যে ছবিটি প্রকাশিত হয়েছে তাতে সঞ্জয়ের একটু বেশি বয়সের লুকের আদলে রণবীরের মেকআপ করা হয়েছে। যে সময়টায় সঞ্জয় জেল থেকে মুক্তি পেয়েছিলেন, সেই পর্বের শ্যুটিং চলছে এখন। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির জন্য ওজন বাড়িয়েছেন রণবীর। সঞ্জয়ের কমবয়সি চেহারার সঙ্গে মেলানোর জন্য লম্বা চুলও রেখেছেন। আর এতে যে তিনি সফল সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement