রণবীরের জীবনে নতুন নারী! কে তিনি?

ক্যাটরিনার সঙ্গে রণবীর কপূরের বিচ্ছেদের খবর তো আগেই শুনেছেন। মাঝে একদিন তাঁর বাংলোয় এসে একান্তে আড্ডা মেরে গেলেন প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনও। তবে এ বার নাকি তাঁর জীবনে এলেন এক নতুন নারী! বলিউডে জোর গুঞ্জন নতুন করে প্রেমে পড়েছেন রণবীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১৯:১৯
Share:

ক্যাটরিনার সঙ্গে রণবীর কপূরের বিচ্ছেদের খবর তো আগেই শুনেছেন। মাঝে একদিন তাঁর বাংলোয় এসে একান্তে আড্ডা মেরে গেলেন প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনও। তবে এ বার নাকি তাঁর জীবনে এলেন এক নতুন নারী! বলিউডে জোর গুঞ্জন নতুন করে প্রেমে পড়েছেন রণবীর।

Advertisement

সম্প্রতি নতুন এক বান্ধবীর সঙ্গে পার্টি করতে দেখা গেল নায়ককে। ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি নন। তাই গসিপ ছড়াচ্ছে দ্রুত। বলিপাড়ার অনেকেরই অনুমান, নতুন কোনও সম্পর্কের দিকেই এগিয়েছেন রণবীর।

অনেকেই বলছেন, অনেক তো ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গে প্রেম করলেন। একটা রিলেশনও স্টেডি হল না। তাই এ বার ইন্ডাস্ট্রির বাইরে ভালবাসার সন্ধানে এগিয়েছেন ঋষি-তনয়।

Advertisement

আরও পড়ুন

ক্যাটরিনা নয়, ভি-ডে কার সঙ্গে কাটালেন রণবীর?

১৫ বছরেই সতীত্ব খুঁইয়েছিলেন রণবীর কপূর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement