প্রেমে গ্রিন সিগন্যাল, ব্যালকনিতে দাঁড়িয়েই রণবীরকে চুমু ক্যাটের!

মা মেনে নিয়েছে। গ্রিন সিগন্যাল দিয়েছে কপূর পরিবারও। বলা যেতেই পারে, এখন রণবীর-ক্যাটরিনার প্রেমের মধুমাস। তাই ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যে ধরা দিল রণবীর-ক্যাটরিনা। বান্দ্রাতে নিজেদের ফ্ল্যাটের ব্যালকনিতে। একান্ত ব্যক্তিগত মুহূর্তে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ১৩:১৬
Share:

ব্যালকনিতে রণবীর-ক্যাটরিনা। ছবি: টুইটার।

মা মেনে নিয়েছে। গ্রিন সিগন্যাল দিয়েছে কপূর পরিবারও। বলা যেতেই পারে, এখন রণবীর-ক্যাটরিনার প্রেমের মধুমাস। তাই ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যে ধরা দিল রণবীর-ক্যাটরিনা। বান্দ্রাতে নিজেদের ফ্ল্যাটের ব্যালকনিতে। একান্ত ব্যক্তিগত মুহূর্তে।

Advertisement

ওই দিন রাত ৯টা থেকে ফ্ল্যাটের ব্যালকনিতেই বসে ছিলেন রণবীর। ক্যাটরিনা এখন অবশ্য ‘ফিতুর’-এর শুটিংয়ে ব্যস্ত। শুটিং শেষে রাত সাড়ে ১০ টা নাগাদ ক্যাটরিনাও বান্দ্রায় ফ্ল্যাটে এসে পৌঁছন। কিছু পরে তাঁকেও ব্যালকনিতে হেঁটে আসতে দেখা যায়। তার পরেই দু’জনের সেই ঘনিষ্ঠ মুহূর্ত। আলিঙ্গন এবং কিস। প্রায় দেড় ঘণ্টা ব্যালকনিতেই সময় কাটান তাঁরা।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে এমনিই অস্বস্তির শেষ ছিল না ক্যাট সুন্দরীর। সম্প্রতি ‘তামাশা’র শুটিংয়ে এই পুরনো জুটির কাছাকাছি আসায় বিপত্তি আরও বাড়ে। রণবীর-ক্যাটরিনার স্টেডি রিলেশন কিছুটা ধাক্কা খায়। তার উপরে রণবীর-ক্যাটরিনার প্রেমে প্রথম থেকেই নারাজ ছিলেন মা নীতু সিংহও। সব মিলিয়ে দু’জনের প্রেমের পরিণতি একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়েছিল।

Advertisement

কিন্তু সব জল্পনার অবসান ঘটায় কপূরদের বাংলোতে ক্রিসমাস পার্টি। সেখানে সকলের সঙ্গে হাজির ছিলেন ক্যাটরিনাও। ক্রিসমাস লাঞ্চে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। সকলের সঙ্গে ছবিও তোলেন তিনি। সব কিছু ঠিক থাকলে ২০১৬-তেই গাঁটছড়া বাঁধতে পারেন এই জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement