Entertainment News

‘ঐশ্বর্যাকে চুমু খাওয়াটা সুযোগের সদ্‌ব্যবহার’

অনেক ‘মুশকিল’ কাটিয়ে অবশেষে আজ শুক্রবার মুক্তি পেল কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটি ঘিরে যতই জাতীয়তাবাদী বিতর্ক হোক না কেন, টক অফ দ্য টাউন কিন্তু রণবীর-ঐশ্বর্যার নয়া কেমিস্ট্রি। রণবীরের কথায় যা হল, ‘মওকে পে চওকা মার দিয়া।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ১২:০৮
Share:

ছবির দৃশ্যে রণবীর-ঐশ্বর্যা।— ইউটিউবের সৌজন্যে।

অনেক ‘মুশকিল’ কাটিয়ে অবশেষে আজ শুক্রবার মুক্তি পেল কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটি ঘিরে যতই জাতীয়তাবাদী বিতর্ক হোক না কেন, টক অফ দ্য টাউন কিন্তু রণবীর-ঐশ্বর্যার নয়া কেমিস্ট্রি। রণবীরের কথায় যা হল, ‘মওকে পে চওকা মার দিয়া।’

Advertisement

ঘটনাটি ঠিক কী? আসলে রণবীর শেয়ার করেছেন তাঁর শুটিংয়ের অভিজ্ঞতা। নায়কের কথায়, “প্রথমে লজ্জা লাগছিল, আমার হাতও কাঁপছিল। কখনও কখনও ঐশ্বর্যার গালে চুমু খেতে গিয়ে সারা শরীরের শিহরণ হচ্ছিল সেটে। ও সেটা বুঝতে পেরে আমাকে বলে, দেখো আমরা শুটিং করছি। কাম অন। সব সিন পারফেক্ট হতে হবে। ব্যাস, আমিও ভাবলাম এমন সুযোগ আর পাব না। সুযোগটা ভাল ভাবেই কাজে লাগিয়েছি।’’

রণবীরের থেকে আট বছরের বড় বচ্চন-বধূ। যদিও তাঁদের পারিবারিক আলাপ বহু দিনের। রণবীর জানিয়েছেন, ক্লাস টেনে পড়ার সময় ঐশ্বর্যার ‘আ অব লওট চলে’ ছবিতে সহকারি পরিচালক ছিলেন। সেখানে অভিনয় করেছিলেন তাঁর বাবা ঋষি কপূর। সেখানেই প্রথম অ্যাশের সঙ্গে রণবীরের আলাপ। সেখান থেকেই ক্রাশের শুরু। এত দিনে তাঁর সঙ্গে অভিনয়ের স্বপ্নপূরণ হল।

Advertisement

আরও দেখুন

রণবীর-ঐশ্বর্যার এই ঘনিষ্ঠ দৃশ্যগুলি নিয়েই বিতর্ক?

পর্দার বাইরেও হট সিনে ব্যস্ত রণবীর-ঐশ্বর্যা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement