Rangoli Chandel Malaika Arora

ছেলেকে জড়িয়ে মালাইকাকে কুৎসিত ইঙ্গিত! কঙ্গনার দিদির নিন্দায় সরব নেটিজেনরা

বিতর্ক অবশ্য রঙ্গোলির জীবনে নতুন নয়। এর আগেও হৃতিক রোশন, কর্ণ জোহর, আলিয়া ভট্টকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের বিরাগভাজন হয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ১২:৫৪
Share:

রঙ্গোলি ( বাঁ দিকে) এবং ছেলের সঙ্গে মালাইকার পোস্ট ( ডান দিকে)। ছবি- সোশ্যাল মিডিয়া।

ছেলে আরহানকে নিয়ে মঙ্গলবার একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন মালাইকা অরোরা। সাদা নাইট ড্রেসে মালাইকা, আর পিছনে উঁকি দিচ্ছিলেন আরহান। ক্যাপশনে মালাইকা লিখেছিলেন, ‘যখন সন্তান একদম লক্ষ্মী হয়ে মায়ের খেয়াল রাখে।’

Advertisement

বাকিরা যখন সেই মিষ্টি পোস্টের তারিফে ফেটে পড়ছিলেন ঠিক সেই সময়ই নিজের টুইটার অ্যাকাউন্টে মালাইকার সেই পোস্ট শেয়ার করে কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্ডেল লেখেন, ‘এই হল আধুনিকা ভারতীয় মা, খুব ভাল।’ সঙ্গে খানকতক ‘থাম্বস আপ’-এর ইমোজি। সরাসরি মালাইকাকে কিছু না বললেও তিনি যে মা-ছেলের মিষ্টি সম্পর্ক নিয়ে ‘কুৎসিত’ এবং ‘নোংরা’ ইঙ্গিত করেছেন সে কথাই ধারণা করে নেন মালাইকা অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে রঙ্গোলির বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। কেউ লেখেন, ‘তুমি মায়ের নামে কলঙ্ক। এ সব নোংরা কথা বলতে মুখে আটকায় না!’ কেউ বা লেখেন, ‘তুমি তো দেখছি এই সব মন্তব্য করেই একা হাতে তোমার বোনের কেরিয়ারটা ধ্বংস করে দেবে। আর কত নীচে নামবে ? ’

শুধু তাই নয়, বোন কঙ্গনার বিকিনি পরা ছবি শেয়ার করেও কেউ কেউ লেখেন, ‘ভারতীয় সংস্কার নিয়ে কথা বল, কিন্তু তোমার বোনকে দেখে তো মনে হয় না সে ভারতীয় সংস্কৃতি নিয়ে খুব একটা ভাবিত’।

Advertisement

দেখে নিন রঙ্গোলির পোস্ট

টুইটাররেত্তিদের তুলোধোনার ফলে বুধবার আবারও টুইটারে একটি পোস্ট দেন রঙ্গোলি। তিনি লেখেন, ‘সবাই মালাইকা সম্পর্কে বাজে কথা লিখছেন। আমি তো শুধু মাত্র তাঁকে মডার্ন মা বলেছি। কিন্তু সবাই দেখছি খারাপ কথা লিখেই যাচ্ছেন। তার মানে কি সত্যিই ওই ছবি খারাপ কিছুরই ইশারা করছে।’ সঙ্গে আবার হাসির ইমোজি।

আরও পড়ুন-ছোটবেলার ছবি শেয়ার করলেন দীপিকা, ‘সুখবর’-এর আশায় উত্তাল সোশ্যাল মিডিয়া

অনুশোচনার চিহ্ন তো সেখানে ছিলই না, উপরন্তু নিজের কথার সমর্থনে আবারও পোস্ট দেওয়ায় নিন্দায় সরব হন নেটিজেনরা। লেখেন, ‘মালাইকার উচিৎ এখনই আইনি পদক্ষেপ করা।’ কারও মন্তব্য, ‘কর্মফল বলে একটা কথা হয় রঙ্গোলি। যা যা বলছ, সব ফেরত পাবে, দেখে নিও।’

নিন্দায় সরব নেটিজেনরা

বিতর্ক অবশ্য রঙ্গোলির জীবনে নতুন নয়। এর আগেও হৃতিক রোশন, কর্ণ জোহর, আলিয়া ভট্টকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের বিরাগভাজন হয়েছিলেন তিনি।

আরও পড়ুন-অনন্যার জন্যই সারা-র সঙ্গে বিচ্ছেদ? মুখ খুলে কার্তিক বললেন...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন