Rani Mukerji

‘আমি আমার মেয়েকে খুব ভয় পাই’! আদিরাকে নিয়ে কোন তথ্য প্রকাশ্যে আনলেন রানি?

আদিরাকে এখনও রানি রেখেছেন লোকচক্ষুর অন্তরালে। তবে জানেন কি, মেয়েই তাঁর সব থেকে বড় সমালোচক এবং ‘চিয়ারলিডার’! মেয়েকেই নাকি সব থেকে বেশি ভয় পান অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:০৮
Share:

মেয়ে আদিরাকে নিয়ে অকপট রানি মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

২০১৫ সালে মা হন রানি মুখোপাধ্যায়। সম্প্রতি ১০ পূর্ণ করেছে রানি ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরা চোপড়া। এখনও মেয়েকে রেখেছেন লোকচক্ষুর অন্তরালে। এখন মুম্বইয়ে ছবিশিকারিদের বাড়বাড়ন্তের মাঝে যা প্রায় অসম্ভব। তবে জানেন কি, মেয়েই তাঁর সব থেকে বড় সমালোচক এবং ‘চিয়ারলিডার’! মেয়েকেই নাকি সব থেকে বেশি ভয় পান অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি, অভিনয়জীবনের ৩০ বছর পূর্ণ করলেন রানি। ইতিমধ্যেই তাঁর আসন্ন ছবি ‘মর্দানি ৩’-এর প্রচার-ঝলক সামনে এসেছে। তবে এই মুহূর্তে মিস্ করছেন তাঁর বাবা রাম মুখোপাধ্যায়কে। রানি মনে করেন, বাবাই ছিলেন তাঁর কাজের সব থেকে বড় সমালোচক। রানির কাছে তাঁর মতামত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও রানি জানান, মেয়ে আদিরা এই মুহূর্তে তাঁর বাবার সেই জায়গাটা নিয়েছে।

রানি বলেন , ‘‘আমি যখন মেকআপ করি, ও আমাকে বলে, ‘মাম্মা, তোমাকে আমার মায়ের মতো লাগছে না।’ আবার যখন আমি মেকআপ তুলে ওর কাছে আসি, তখন বলে, ‘এখন তোমাকে আমার মায়ের মতো লাগছে।’ আসলে আমার মেয়েই আমাকে শাসন করে। ছোটবেলায় আমি তো আমার মায়ের হাতে চড় খেয়েছি। তবে এখন আমার মেয়ের ক্ষেত্রে সেটা করতে পারব না। কারণ, সেটা হলে আমি পাল্টা চড় খেয়ে যেতে পারি।’’ রানি জানান, আদিরা ‘জেন আলফা’ প্রজন্মের মেয়ে বলেই এতটা সচেতন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement