Ranveer Allahbadia

‘পাকিস্তানের ভাই-বোনেদের কাছে ক্ষমাপ্রার্থী’, ফের বিতর্কে জড়ালেন রণবীর ইলাহাবাদিয়া?

‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এ আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এ বার ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বিপাকে তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৩:৩৩
Share:

রণবীর ইলাহাবাদিয়া ফের বিতর্কে। ছবি: সংগৃহীত।

ফের বিতর্কে রণবীর ইলাহাবাদিয়া। ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এ আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এ বার ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে ফের ঘটালেন বিপত্তি।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর থেকে দুই দেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ঘটনার ১৫ দিন পরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটির উপর প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। তার পর থেকেই বাড়তে থাকে চাপানউতর। এই অবস্থায় পাকিস্তানের মানুষের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন রণবীর। তবে বিতর্ক শুরু হতেই সেই পোস্ট মুছে দেন রণবীর।

পোস্টে রণবীর লিখেছিলেন, “পাকিস্তানি ভাই ও বোনেরা, আমি এই পোস্টের জন্য বহু ভারতীয়ের ঘৃণার শিকার হব। কিন্তু এই কথাটা বলা গুরুত্বপূর্ণ। বহু ভারতীয়ের মতোই আমার মনেও আপনাদের জন্য কোনও ঘৃণা নেই। আমরা অনেকেই শুধু শান্তি চাই। পাকিস্তানিদের সঙ্গে যখনই দেখা হয়, তখনই তাঁরা সাদরে আমাদের স্বাগত জানান।”

Advertisement

এখানেই শেষ নয়। রণবীর এর পরে খোঁচা দিয়ে বলেন, “কিন্তু আপনাদের দেশ সরকার দ্বারা চালিত নয়। সেনাবাহিনী ও আইএসআই আপনাদের দেশ চালায়। তবে অধিকাংশ পাকিস্তানি মানুষই সেনাবাহিনী ও আইএসআই-এর থেকে একদম আলাদা। সেই পাকিস্তানিরাও শান্তির স্বপ্ন দেখেন। মনের মধ্যে সমৃদ্ধির আশা রাখেন। কিন্তু সেনাবাহিনী ও আইএসআই হল খলনায়ক, যারা আপনাদের অর্থনীতিকে স্বাধীনতার পর আঘাত করে চলেছে। ভারতে জঙ্গি হামলার জন্য ওরাও সমান ভাবে দায়ী।”

ভারতে হামলাকারী জঙ্গিরা বেশিরভাগই পাকিস্তানের মানুষ দাবি করেছেন রণবীর। তার তথ্যপ্রমাণও তুলে ধরেছেন তিনি। কিন্তু তার পরেও এই পোস্টের জন্য কটাক্ষের শিকার হতে থাকেন তিনি। অবশেষে সেই পোস্ট মুছে দেন রণবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement