India-Pakistan Row

ভারত-পাক যুদ্ধ নিয়ে ভুয়ো খবর ছড়াবেন না! সদ্য বিতর্ক থেকে রেহাই পেয়ে সাবধানি রণবীর?

সদ্য নিজে বিতর্ক থেকে রেহাই পেয়েছেন। তাই কি নতুন করে বিতর্ক তৈরির বিপক্ষে তিনি? ‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’ শো কি তাঁর চোখ খুলে দিল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ২০:১২
Share:

সাবধানী রণবীর ইলাহাবাদিয়া। ছবি: সংগৃহীত।

রণবীর ইলাহাবাদিয়ার নতুন রূপে বিস্মিত অনুরাগীরা। ভারত-পারিস্তান যুদ্ধ নিয়ে সত্যি-মিথ্যা নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। এই প্রজন্মের পাশাপাশি তাঁদের মা-বাবারাও এই খবর দেখছেন। তাঁদের মনে শঙ্কার ছায়া ঘন হচ্ছে। সেই জায়গা থেকেই রণবীরের আর্জি, “সকলের কাছে অনুরোধ, দয়া করে সরকারি সূত্রের সঙ্গে তথ্য যাচাই করুন। ভুয়ো খবর এড়িয়ে চলুন। যাচাই না করা তথ্য ছড়িয়ে দেবেন না। জয় হিন্দ।” তিনি বাড়ির বর্ষীয়ান নাগরিকদের এই ধরনের খবর থেকে দূরে রাখার পরামর্শও দিয়েছেন!

Advertisement

রণবীর মা-বাবাদের নিয়ে করা অশ্লীল মন্তব্যের জেরেই কিছু দিন আগে খবরের শিরোনামে ছিলেন। তাঁর পাসপোর্ট, তাঁর ইউটিউব— সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার রণবীরের এই আর্জি ছড়িয়ে পড়তেই নিন্দকদের কটাক্ষ, সদ্য নিজে বিতর্ক থেকে রেহাই পেয়েছেন। তাই কি নতুন করে বিতর্ক তৈরির বিপক্ষে তিনি? ‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’ শো কি তাঁর চোখ খুলে দিল?

রণবীর এ দিন রাজনীতিবিদ রাঘব চড্ডার একটি ভিডিয়ো বার্তা ভাগ করে নেন। ভিডিয়ো বার্তায় রাঘব বলেছেন, “এটা শুধুই আপনার-আমার জন্য নয়, দেশের বিশাল জনগোষ্ঠীর জন্যও উদ্বেগের বিষয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক খবরের সত্যতা নিয়ে তাই প্রশ্ন উঠছে।” রাঘবের আফসোস, দশ বছর আগেও খবরে যা দেখানো হত তাকেই ধ্রুব সত্য বলে মেনে নিতেন সাধারণ মানুষ। যুগ বদলেছে। এখন সমস্ত খবর যাচাই করে বিশ্বাস করার সময় এসে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement