Deepika Padukone

দীপিকার মুখে হাসি ফোটাতে হিমশিম খান রণবীর! স্ত্রীকে সুখী রাখতে কোন কাজটি করতেই হয় অভিনেতাকে?

প্রকাশ্যে স্ত্রীকে ‘ঘরের লক্ষ্মী’ বলেও ডেকেছেন রণবীর। অনুরাগীরা মনে করেন, দীপিকাকে মাথায় করে রাখেন রণবীর। কিন্তু তা-ও কি দীপিকার মুখে হাসি ফোটে না?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৭:৪৪
Share:

দীপিকার মুখে হাসি দেখতে চান রণবীর। ছবি: সংগৃহীত।

বলিউডের ‘পাওয়ার কাপ্‌ল’ তাঁরা। পর্দায় বা পর্দার বাইরে তাঁদের রসায়নে মুগ্ধ অনুরাগীরা। কিন্তু দীপিকা পাড়ুকোনের মুখে হাসি ফোটাতে একটি কাজ নিয়মিত করতে হয় রণবীর সিংহকে।

Advertisement

স্ত্রীর প্রতি প্রেমের প্রকাশ করতে দু’বার ভাবেন না রণবীর। প্রকাশ্যে স্ত্রীকে ‘ঘরের লক্ষ্মী’ বলেও ডেকেছেন। অনুরাগীরা মনে করেন, দীপিকাকে মাথায় করে রাখেন রণবীর। কিন্তু তাও কি দীপিকার মুখে হাসি ফোটে না? ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে রণবীর নিজেই জানিয়েছিলেন, তাঁর কাছে দীপিকার হাসি খুব গুরুত্বপূর্ণ। তাই দীপিকাকে হাসাতে একটি কাজ তাঁকে করতেই হবে।

ছবিশিকারিরা দীপিকা-রণবীরের দিকে ক্যামেরা তাক করে থাকেন। ছবি তোলার সময়ে দীপিকার কানে কানে কিছু বলেন রণবীর। সঙ্গে সঙ্গে হেসে ওঠেন অভিনেত্রী। স্ত্রীর এই হাসিতেই নাকি মজে থাকেন অভিনেতা। কিন্তু রণবীর কানে কানে ঠিক কী বলেন? অভিনেতা জানিয়েছিলেন, দীপিকা অনেক সময়ে বুঝে উঠতে পারেন না ছবিশিকারিরা কী বলছেন। তখন অগত্যা স্বামীর সাহায্য নিতে হয় তাঁকে। কানে কানে পুরোটা বুঝিয়ে বলেন রণবীর। তখনই হেসে ওঠেন অভিনেত্রী। এই হাসির জন্য ছবিগুলি আরও সুন্দর দেখতে লাগে বলে জানিয়েছিলেন ‘গল্লি বয়’।

Advertisement

রণবীর সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি শুধু চাই, ও হাসুক। শুধু ছবিশিকারিদের সামনে নয়। জীবনেও যেন এই ভাবেই ও হাসতে থাকে। ওকে হাসানোর জন্যই আমি কিছু কথা ওকে বলি।” ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘৮৩’-র মতো ছবিতে দীপিকা ও রণবীরের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement