Entertainment News

১৫ মিনিটে ৫ কোটি টাকা পাওয়া হল না রণবীরের?

শোনা যাচ্ছে, ‘গলী বয়’-এর শুটিংয়ে কাঁধে চোট পেয়েছেন রণবীর। সে কারণেই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না তিনি। এই ছবিতে তিনি এক র‌্যাপারের ভূমিকায় অভিনয় করছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ১২:০৭
Share:

রণবীর সিংহ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

কাজের প্রতি ডেডিকেশন এবং কমিটমেন্টের নিরিখে তিনি নাকি অনেকের থেকেই এগিয়ে। তিনি অর্থাত্ রণবীর সিংহ। কোনও কাজই নাকি ঝুলিয়ে রাখতে পছন্দ করেন না। তাই অসুস্থতার কারণে আইপিএলে পারফর্ম না করার কথাও আগেই জানিয়ে দিলেন অভিনেতা।

Advertisement

শোনা যাচ্ছে, ‘গলী বয়’-এর শুটিংয়ে কাঁধে চোট পেয়েছেন রণবীর। সে কারণেই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না তিনি। এই ছবিতে তিনি এক র‌্যাপারের ভূমিকায় অভিনয় করছেন।

যদিও রণবীরের মুখপাত্র লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, সম্প্রতি একটি ফুটবল ম্যাচে কাঁধে চোট পান রণবীর। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী আগামী এক মাস কোনও রকম অতিরিক্ত পরিশ্রম করবেন না তিনি। তবে ‘গলী বয়’ থেকে ব্রেক নিচ্ছেন না। শিডিউল অনুযায়ী শুটিং করবেন।

Advertisement

আরও পড়ুন, ‘কম্প্রোমাইজ করতে হলে, তা প্রকাশ্যে বলা উচিত’

শোনা গিয়েছিল, আসন্ন আইপিএলে ১৫ মিনিট পারফরম্যান্সের জন্য নাকি পাঁচ কোটি টাকা চেয়েছিলেন রণবীর! সেটা রেকর্ড পরিমাণ বলেই মত ছিল ইন্ডাস্ট্রির একটা বড় অংশের। তবে চোটের কারণে পারফর্ম করতে না পারলে পারিশ্রমিকের রেকর্ডও তৈরি হবে না রণবীরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement