Entertainment News

বাবা হচ্ছেন কবে? রণবীর বললেন…

না! এখনই এই প্রশ্ন শুনে রেগে যাননি রণবীর। বিরক্তও হননি। বরং স্বভাবসিদ্ধ দক্ষতায় এ প্রশ্ন সামলেছেন নায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৩:১২
Share:

নবদম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সবে এক মাস হল বিয়ে করেছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। কাজে ফিরেছেন দম্পতি। এর মধ্যেই এল সেই অমোঘ প্রশ্ন। সদ্য এক সাক্ষাত্কারে রণবীরকে প্রশ্ন করা হয়, কবে বাবা হচ্ছেন?

Advertisement

না! এখনই এই প্রশ্ন শুনে রেগে যাননি রণবীর। বিরক্তও হননি। বরং স্বভাবসিদ্ধ দক্ষতায় এ প্রশ্ন সামলেছেন নায়ক। তিনি হেসে জানিয়েছেন, সন্তানের সিদ্ধান্ত মূলত দীপিকার। সেখানে তাঁর ভূমিকা কম। যখন দীপিকা মনে করবেন, সেই সময়েই সন্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তাঁরা।

দাম্পত্যে শান্তি বজায় রাখার মন্ত্র কী? এই বাউন্সারও রণবীর হুক করেছেন। তাঁর জবাব, ‘‘দীপিকা যা কিছু বলছে, সবেতেই হ্যাঁ বলি…।’’

Advertisement

আরও পড়ুন, দেব-রুক্মিণীর বিয়ের শুটিং! শুরু কবে?

এই মুহূর্তে ‘সিম্বা’র প্রোমোশন নিয়ে ব্যস্ত রণবীর। শোনা যাচ্ছে, মেঘনা গুলজারের ছবি নিয়ে ফ্লোরে আসবেন দীপিকাও। সে কারণেই নাকি এই মুহূর্তে হনিমুনের পরিকল্পনা স্থগিত রেখেছেন এই জুটি।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement